উলিপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে হামলা
কুড়িগ্রামের উলিপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষ ওই দিন রাতে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকার দলিল করা একটি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই জমি কেন্দ্র করে গ্রাম আদালতে মামলা হয়। মঙ্গলবার ওই ইউনিয়নের চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সভাপতি মোখলেছুর রহমান উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিলটি দেখতে চান। এ সময় সাব-রেজিস্ট্রার তার কাছে লিখিত আবেদন চান। এর পর তিনি লিখিত আবেদন নিয়ে গেলে বিধি মোতাবেক না হওয়ায় সাব রেজিস্ট্রার তা ফেরত দেন। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সাব-রেজিস্ট্রার অফিসে হামলা, অফিস সহকারী বিকাশ চন্দ্র সরকারকে মারধর এবং সরকারি কাজে বাধাদানসহ দলিলের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বিকাশ চন্দ্র বাদী হয়ে মোখলেছুর রহমান (৫০) ও মুসা মিয়ার (৪৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এদিকে এ ঘটনায় তবকপুর ইউপি চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সভাপতি মোখলেছুর রহমান সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক তার ওপর হামলা এবং সাব-রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, দলিলকৃত একটি জমি নিয়ে আমার গ্রাম আদালতে মামলা হয়। পরে তা থানা পর্যন্ত গড়ায়। থানায় মামলা নিষ্পত্তির জন্য আমি ও উলিপুর থানার এসআই তাজউদ্দিন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে স্বচোখে ওই জমির তফশিল দেখার জন্য আবেদন করি। কিন্তু সাব-রেজিস্ট্রার সে আবেদন গ্রহণ করেনি।
তবে তিনি অফিস সহকারীকে মারধর ও সরকারি কাজে বাধাদানের বিষয়টি অস্বীকার করে বলেন, তারাই আমার ওপর হামলা করেছে।
এ ব্যাপারে উলিপুর থানার এসআই তাজউদ্দিনের সঙ্গে কথা হলে তিনি সাব-রেজিস্ট্রার অফিসে যাওয়ার কথা স্বীকার করে বলেন, আমি ওই চেয়ারম্যানের সঙ্গে যাইনি। তা হলে সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলেন কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য কাজে গিয়েছিলাম। কি কাজে গিয়েছিলেন তার সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে উলিপুর উপজেলা সাব-রেজিস্ট্রার নাবিব আফতাব বলেন, দলিল লেখক মোখলেছুর রহমান অফিসের রেকর্ডরুমে ঢুকে পূর্বের একটি দলিল দেখতে চান। যার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। দলিলের তথ্য জানতে চাইলে যথাযথা নিয়ম অনুসরণ করে রেজিস্ট্রেশন বিধিমালা অনুসরণপূর্বক আবেদন করতে হয়।
তিনি আরও বলেন, ওই দলিল লেখক বিধিমালা অনুসরণ না করে দলিল দেখতে চান। অফিস সহকারী বিকাশ চন্দ্র সরকার দলিল দেখাতে না চাইলে ওই দলিল লেখক তাকে মারধর করেন। এ সময় তিনি সরকারি কাজে বাধা প্রদানসহ দলিল করতেও বাধা দেন। এ ঘটনায় অফিস সহকারী থানায় অভিযোগ করেছেন।
তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মিথ্যা অভিযোগ।
উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান সাব-রেজিস্ট্রার অফিসের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে হামলা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৪:২৫:৪৭ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষ ওই দিন রাতে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকার দলিল করা একটি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই জমি কেন্দ্র করে গ্রাম আদালতে মামলা হয়। মঙ্গলবার ওই ইউনিয়নের চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সভাপতি মোখলেছুর রহমান উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিলটি দেখতে চান। এ সময় সাব-রেজিস্ট্রার তার কাছে লিখিত আবেদন চান। এর পর তিনি লিখিত আবেদন নিয়ে গেলে বিধি মোতাবেক না হওয়ায় সাব রেজিস্ট্রার তা ফেরত দেন। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সাব-রেজিস্ট্রার অফিসে হামলা, অফিস সহকারী বিকাশ চন্দ্র সরকারকে মারধর এবং সরকারি কাজে বাধাদানসহ দলিলের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বিকাশ চন্দ্র বাদী হয়ে মোখলেছুর রহমান (৫০) ও মুসা মিয়ার (৪৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এদিকে এ ঘটনায় তবকপুর ইউপি চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সভাপতি মোখলেছুর রহমান সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক তার ওপর হামলা এবং সাব-রেজিস্ট্রারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, দলিলকৃত একটি জমি নিয়ে আমার গ্রাম আদালতে মামলা হয়। পরে তা থানা পর্যন্ত গড়ায়। থানায় মামলা নিষ্পত্তির জন্য আমি ও উলিপুর থানার এসআই তাজউদ্দিন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে স্বচোখে ওই জমির তফশিল দেখার জন্য আবেদন করি। কিন্তু সাব-রেজিস্ট্রার সে আবেদন গ্রহণ করেনি।
তবে তিনি অফিস সহকারীকে মারধর ও সরকারি কাজে বাধাদানের বিষয়টি অস্বীকার করে বলেন, তারাই আমার ওপর হামলা করেছে।
এ ব্যাপারে উলিপুর থানার এসআই তাজউদ্দিনের সঙ্গে কথা হলে তিনি সাব-রেজিস্ট্রার অফিসে যাওয়ার কথা স্বীকার করে বলেন, আমি ওই চেয়ারম্যানের সঙ্গে যাইনি। তা হলে সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলেন কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য কাজে গিয়েছিলাম। কি কাজে গিয়েছিলেন তার সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে উলিপুর উপজেলা সাব-রেজিস্ট্রার নাবিব আফতাব বলেন, দলিল লেখক মোখলেছুর রহমান অফিসের রেকর্ডরুমে ঢুকে পূর্বের একটি দলিল দেখতে চান। যার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। দলিলের তথ্য জানতে চাইলে যথাযথা নিয়ম অনুসরণ করে রেজিস্ট্রেশন বিধিমালা অনুসরণপূর্বক আবেদন করতে হয়।
তিনি আরও বলেন, ওই দলিল লেখক বিধিমালা অনুসরণ না করে দলিল দেখতে চান। অফিস সহকারী বিকাশ চন্দ্র সরকার দলিল দেখাতে না চাইলে ওই দলিল লেখক তাকে মারধর করেন। এ সময় তিনি সরকারি কাজে বাধা প্রদানসহ দলিল করতেও বাধা দেন। এ ঘটনায় অফিস সহকারী থানায় অভিযোগ করেছেন।
তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মিথ্যা অভিযোগ।
উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান সাব-রেজিস্ট্রার অফিসের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023