কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 কুড়িগ্রাম প্রতিনিধি 
২৬ ডিসেম্বর ২০২২, ১২:২৪ এএম  |  অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও চারজন। 

শনিবার ভোর সাড়ে ৮টার দিকে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অমর পরিবহণ ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিশুক ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অপরদিকে ফুলবাড়ী উপজেলার গাবেরতল এলাকায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার শরিফুল ইসলাম (১৫) চাপা পড়ে মৃত্যুবরণ করে।

কুড়িগ্রাম সদর থানার সাব ইন্সপেক্টর জাহিদ হাসান জানান, নৈশ কোচ দুর্ঘটনায় ঘটনাস্থলে মিশুক আরোহী আব্দুল হান্নান (৪৫) ও পথচারী বিপ্লব মিয়া (৪০) মারা যান। এতে আহত হন আরও চারজন। 

অপরদিকে ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা সরওয়ার পারভেজ জানান, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গাবেরতল এলাকায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার শরিফুল ইসলাম (১৫) চাপা পড়ে মৃত্যুবরণ করে। সে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, নৈশ কোচ দুর্ঘটনায় দুইজন মারা গেছে। চারজন আহতদের মধ্যে গুরুতর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

নিহতরা হলেন-  আব্দুল হান্নান কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও বিপ্লব মিয়া একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এদিকে কুড়িগ্রামে নৈশকোচ দুর্ঘটনায় নিহত দুই পরিবারে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন