নববর্ষের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
jugantor
নববর্ষের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

  কুমিল্লা ব্যুরো  

০১ জানুয়ারি ২০২৩, ১৪:৫০:৫১  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় থার্টিফার্স্ট নাইটের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ চর্থার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ।

নিহত হৃদয়ের মামা মো. জনি বলেন, ইংরেজি নতুন বছরের আগের রাত থার্টিফার্স্ট নাইটে চর্থা এলাকার কিছু যুবক পিকনিকের আয়োজন করে। রাত দেড়টার দিকে একদল কিশোর গ্যাং হৃদয়কে পার্টি থেকে ধরে নিয়ে যায়।

নির্জন স্থানে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, পূর্ব শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নববর্ষের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

 কুমিল্লা ব্যুরো 
০১ জানুয়ারি ২০২৩, ০২:৫০ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় থার্টিফার্স্ট নাইটের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার রাত দেড়টার দিকে নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হৃদয় দক্ষিণ চর্থার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ। 

নিহত হৃদয়ের মামা মো. জনি বলেন, ইংরেজি নতুন বছরের আগের রাত থার্টিফার্স্ট নাইটে চর্থা এলাকার কিছু যুবক পিকনিকের আয়োজন করে। রাত দেড়টার দিকে একদল কিশোর গ্যাং হৃদয়কে পার্টি থেকে ধরে নিয়ে যায়। 

নির্জন স্থানে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, পূর্ব শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন