বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরকৃবির ১০৮ শিক্ষক
গাজীপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ২১:৫১:৩২ | অনলাইন সংস্করণ
বিশ্বসেরা গবেষকদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ১০৮ শিক্ষকের নাম স্থান পেয়েছে। সোমবার আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন।
ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪১ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছিল, যা সংখ্যা অনুযায়ী বিগত দুই বছরে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাং কিংটি প্রকাশ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরকৃবির ১০৮ শিক্ষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ১০৮ শিক্ষকের নাম স্থান পেয়েছে। সোমবার আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন।
ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪১ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছিল, যা সংখ্যা অনুযায়ী বিগত দুই বছরে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাং কিংটি প্রকাশ করা হয়েছে।