গাজীপুরে ৭-৮ জানুয়ারি চাকরি মেলা
কর্মসংস্থানের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ি মাঠে আগামী ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে প্রশাসকের ‘ভাওয়াল সম্মেলন’ কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিল্প-কলকারখানা অধ্যুষিত জেলা হিসেবে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টির জন্য দুই দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ান গ্রুপসহ ছোট বড় প্রায় ৪০টির মতো প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান উক্ত মেলায় অংশগ্রহণ করবে। এ মেলার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ২০০ থেকে ৩০০ জন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সংবলিত স্টল থাকবে। ওই মেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের কাজ করার দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে ৭-৮ জানুয়ারি চাকরি মেলা
কর্মসংস্থানের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ি মাঠে আগামী ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে প্রশাসকের ‘ভাওয়াল সম্মেলন’ কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিল্প-কলকারখানা অধ্যুষিত জেলা হিসেবে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টির জন্য দুই দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ান গ্রুপসহ ছোট বড় প্রায় ৪০টির মতো প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান উক্ত মেলায় অংশগ্রহণ করবে। এ মেলার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ২০০ থেকে ৩০০ জন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সংবলিত স্টল থাকবে। ওই মেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের কাজ করার দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।