পৃথিবী চায় নিরপেক্ষ নির্বাচন: আমান
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, পৃথিবী চায় নিরপেক্ষ নির্বাচন, একমাত্র শেখ হাসিনা চায় না। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণকে তাদের এতো ভয়।
শুক্রবার সকালে নগরীর টেকনগপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত ‘বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা-বিশ্লেষণ শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা এমপি হয়েছেন জনগণ তাদেরকে সংসদ থেকে বের করে নিয়ে আসবে। জনগণের বিজয় অতি সন্নিকটে। এই সরকারের পতন ঘটিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠা করা হবে। ৯০ এর চেতনায় গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এই আন্দোলন হবে জনগণের আন্দোলন, দেশ ও গণতন্ত্রের জন্য আন্দোলন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করে আবারো প্রমাণ করবে বিএনপি জনগণের দল।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার দাবি মতে সংবিধানে সংযোজিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।
আমান বলেন, গত ৪ মাসে আমাদের ১০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। দশ জন কেন, দশ হাজার নেতাকর্মীকে হত্যা করলেও সরকারকে বিদায় না করে জনগণ রাজপথ ছাড়বে না। আমার ভোট সরকার দিবে, এই নির্বাচন এবার জনগণ হতে দিবে না।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন- বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ড. অ্যাডভোকেট শহীদউজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, আহমেদ আলী রুশদী, মাহবুবুল আলম শুক্কুর, বসির আহমেদ বাচ্চু, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সরকার জাভেদ আহমেদ সুমন, কাউন্সিলর মোছলেম উদ্দিন চৌধুরী মূসা, তানভীর সিরাজ, সবদের হাসান, আব্দুর রহিম খান কালা, সাংবাদিক দেলোয়ার হোসেন, কাজী মোস্তফা জামান খোকন, আনোয়ারা বেগম, খাদিজা আক্তার বীণা, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি গাজী সালাহ উদ্দিন, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পৃথিবী চায় নিরপেক্ষ নির্বাচন: আমান
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, পৃথিবী চায় নিরপেক্ষ নির্বাচন, একমাত্র শেখ হাসিনা চায় না। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণকে তাদের এতো ভয়।
শুক্রবার সকালে নগরীর টেকনগপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত ‘বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা-বিশ্লেষণ শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা এমপি হয়েছেন জনগণ তাদেরকে সংসদ থেকে বের করে নিয়ে আসবে। জনগণের বিজয় অতি সন্নিকটে। এই সরকারের পতন ঘটিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠা করা হবে। ৯০ এর চেতনায় গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এই আন্দোলন হবে জনগণের আন্দোলন, দেশ ও গণতন্ত্রের জন্য আন্দোলন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করে আবারো প্রমাণ করবে বিএনপি জনগণের দল।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার দাবি মতে সংবিধানে সংযোজিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।
আমান বলেন, গত ৪ মাসে আমাদের ১০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। দশ জন কেন, দশ হাজার নেতাকর্মীকে হত্যা করলেও সরকারকে বিদায় না করে জনগণ রাজপথ ছাড়বে না। আমার ভোট সরকার দিবে, এই নির্বাচন এবার জনগণ হতে দিবে না।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন- বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ড. অ্যাডভোকেট শহীদউজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, আহমেদ আলী রুশদী, মাহবুবুল আলম শুক্কুর, বসির আহমেদ বাচ্চু, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সরকার জাভেদ আহমেদ সুমন, কাউন্সিলর মোছলেম উদ্দিন চৌধুরী মূসা, তানভীর সিরাজ, সবদের হাসান, আব্দুর রহিম খান কালা, সাংবাদিক দেলোয়ার হোসেন, কাজী মোস্তফা জামান খোকন, আনোয়ারা বেগম, খাদিজা আক্তার বীণা, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি গাজী সালাহ উদ্দিন, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী।