কুড়িগ্রামে তীব্র শীত, বিপাকে সাধারণ মানুষ
কুড়িগ্রাম জেলায় টানা চার দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। বুধবার সকালে কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে জনজীবনে পড়েছে ব্যাপক নেতিবাচক প্রভাব। দিনে সূর্যের খরতাপ আর রাতে প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। তীব্র শীতে বেড়েছে নানারকম রোগের প্রকোপ।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, বুধবার হাসপাতালে নতুন করে আরও ১২৮ রোগী ভর্তি হয়েছেন। এদের অধিকাংশই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়া আইসোলেশনে ৪০ জন ও শিশু ওয়ার্ডে ৭৭ জন ভর্তি আছেন। মোট রোগী আছেন ৩৪১ জন।
শীতজনিত রোগে কোনো রোগী মারা না গেলেও বুধবার ডায়াবেটিস ও অ্যাজমায় আক্রান্ত দুজনসহ এবং হার্টের একজন রোগী মারা গেছেন বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের তথ্য প্রদানকারী নার্সিং সুপার জুলেখা বেগম নিশ্চিত করেছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গেলেও বিকালের পর থেকে তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রামে তীব্র শীত, বিপাকে সাধারণ মানুষ
কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১০:৩৬:১৬ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম জেলায় টানা চার দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। বুধবার সকালে কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে জনজীবনে পড়েছে ব্যাপক নেতিবাচক প্রভাব। দিনে সূর্যের খরতাপ আর রাতে প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। তীব্র শীতে বেড়েছে নানারকম রোগের প্রকোপ।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, বুধবার হাসপাতালে নতুন করে আরও ১২৮ রোগী ভর্তি হয়েছেন। এদের অধিকাংশই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়া আইসোলেশনে ৪০ জন ও শিশু ওয়ার্ডে ৭৭ জন ভর্তি আছেন। মোট রোগী আছেন ৩৪১ জন।
শীতজনিত রোগে কোনো রোগী মারা না গেলেও বুধবার ডায়াবেটিস ও অ্যাজমায় আক্রান্ত দুজনসহ এবং হার্টের একজন রোগী মারা গেছেন বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের তথ্য প্রদানকারী নার্সিং সুপার জুলেখা বেগম নিশ্চিত করেছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গেলেও বিকালের পর থেকে তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023