৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 কুমিল্লা ব্যুরো 
১৭ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় টেন্ডারের ভুয়া কার্যাদেশ দেখিয়ে ঋণের নামে ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাকির হোসেন নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ভোরে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাকির হোসেন (৪৭) কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক ও ফজলুল হক সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনের বিরুদ্ধে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পোর্ট কানেকটিং রোডের টেন্ডারে জালিয়াতি করে কার্যাদেশ বের করেন তিনি। এ সময় তার বিপরীতে কুমিল্লার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ৪৭ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরে ব্যাংকের সেই টাকা আত্মসাৎ করেন জাকির হোসেন।

এ ঘটনায় অনুসন্ধান শেষে ২০২২ সালের মে মাসে জাকির হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করে বলে জানান তারা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন