গাজীপুরে রাস্তার পাশে যুবকের রক্তাক্ত লাশ
যুগান্তর প্রতিবেদন ও গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ২১:৩২:৫০ | অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর আল মাসুদ (৪০) নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া মণ্ডলপাড়া গ্রামের মকবুল হোসেন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে বৃহস্পতিবার ভোরে এক যুবককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে ওই স্থানে মরদেহ ফেলে পালিয়ে গেছে। মরদেহটি রাস্তার পাশে উপুড় হয়ে পড়েছিল, তার মুখ থেকে রক্ত পড়ে জমাট বেঁধে রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ঘটনাস্থলে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে বিষয়টি তদন্ত করছে। প্রযুক্তির মাধ্যমের ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে রাস্তার পাশে যুবকের রক্তাক্ত লাশ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর আল মাসুদ (৪০) নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া মণ্ডলপাড়া গ্রামের মকবুল হোসেন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে বৃহস্পতিবার ভোরে এক যুবককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে ওই স্থানে মরদেহ ফেলে পালিয়ে গেছে। মরদেহটি রাস্তার পাশে উপুড় হয়ে পড়েছিল, তার মুখ থেকে রক্ত পড়ে জমাট বেঁধে রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ঘটনাস্থলে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে বিষয়টি তদন্ত করছে। প্রযুক্তির মাধ্যমের ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।