নিরাপত্তাকর্মীকে বেঁধে ২২০ বস্তা চাল লুট
গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ২১:৩৫:২৮ | অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীর পূবাইলের বাঙ্গালগাছ বাজারের নিরাপত্তাকর্মীকে বেঁধে একটি দোকানের তালা ভেঙে ২২০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বুধবার দিবাগত রাত আড়াইটায় গাজীপুর-পূবাইল সড়কের ওই বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিরাপত্তাকর্মী মনোহর শেরপুর জেলা সদর উপজেলার দুসরা ছনকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি প্রায় ৮ বছর যাবত ওই বাজারে নিরাপত্তা প্রহরী হিসেব দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুর-পূবাইল সড়কের পাশের বাঙ্গালগাছ বাজারের বসে পাহারা দিচ্ছিলেন ওই বাজারের নিরাপত্তাকর্মী মনোহর। এ সময় দক্ষিণ পাশ অর্থাৎ পূবাইলের দিক থেকে দুটি পিকআপযোগে ১০-১১ জন লোক বাজারের ভেতরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর কিছু বুঝে উঠার আগেই পিকআপটি নিরাপত্তাকর্মী মনোহরের কাছে এসে থামিয়ে ডাকাতেরা পিকআপ থেকে নেমে তার বুকে ও পিঠে আঘাত করতে থাকে।
একপর্যায়ে মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে ওই সড়কের পশ্চিম পাশে দোকানের এক গলিতে ফেলে রাখে। এর কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মী মনোহর অচেতন হয়ে পড়েন। তারপরও এক ডাকাত তাকে পাহার দিতে থাকে এবং অপর ডাকাতরা চালের দোকানের তালা ভেঙে চাল লুট করে। পুরো বাজার সিসি ক্যামেরা দিয়ে অন্তর্ভুক্ত।
স্থানীয় বাসিন্দা মমিন জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ তার ঘুম ভাঙ্গলে তিনি সিসি ক্যামেরার দিকে তাকালে বাজারের ভেতরে দুটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখেন। ফের শুয়ে পড়ার আগে আবার সিসি ক্যামেরায় দেখেন ডাকাতরা পিকআপে চালের বস্তা উঠাচ্ছে। পরে তিনি দ্রুত বের হয়ে বাজারে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতেরা পিকআপ নিয়ে উত্তর দিক দিয়ে দ্রুত চলে যায়।
ওই বাজারের চাল দোকানি ক্ষতিগ্রস্ত মজিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান। তার দোকানে ৫ লাখ টাকার ৫০ এবং ২৫ কেজি ওজনের ২২০ বস্তা চাল ছিল। রাতে স্থানীয়দের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি ঘুম থেকে উঠে বাজারে এসে তার দোকানের চাল লুটের ঘটনা জানতে পারেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান, সহকারী উপকমিশনার (এডিসি) রেজোয়ান আহমেদ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই ডাকাত দল গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি আটক করা সম্ভব হবে। এছাড়া দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিরাপত্তাকর্মীকে বেঁধে ২২০ বস্তা চাল লুট
গাজীপুর মহানগরীর পূবাইলের বাঙ্গালগাছ বাজারের নিরাপত্তাকর্মীকে বেঁধে একটি দোকানের তালা ভেঙে ২২০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বুধবার দিবাগত রাত আড়াইটায় গাজীপুর-পূবাইল সড়কের ওই বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিরাপত্তাকর্মী মনোহর শেরপুর জেলা সদর উপজেলার দুসরা ছনকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি প্রায় ৮ বছর যাবত ওই বাজারে নিরাপত্তা প্রহরী হিসেব দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুর-পূবাইল সড়কের পাশের বাঙ্গালগাছ বাজারের বসে পাহারা দিচ্ছিলেন ওই বাজারের নিরাপত্তাকর্মী মনোহর। এ সময় দক্ষিণ পাশ অর্থাৎ পূবাইলের দিক থেকে দুটি পিকআপযোগে ১০-১১ জন লোক বাজারের ভেতরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর কিছু বুঝে উঠার আগেই পিকআপটি নিরাপত্তাকর্মী মনোহরের কাছে এসে থামিয়ে ডাকাতেরা পিকআপ থেকে নেমে তার বুকে ও পিঠে আঘাত করতে থাকে।
একপর্যায়ে মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে ওই সড়কের পশ্চিম পাশে দোকানের এক গলিতে ফেলে রাখে। এর কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মী মনোহর অচেতন হয়ে পড়েন। তারপরও এক ডাকাত তাকে পাহার দিতে থাকে এবং অপর ডাকাতরা চালের দোকানের তালা ভেঙে চাল লুট করে। পুরো বাজার সিসি ক্যামেরা দিয়ে অন্তর্ভুক্ত।
স্থানীয় বাসিন্দা মমিন জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ তার ঘুম ভাঙ্গলে তিনি সিসি ক্যামেরার দিকে তাকালে বাজারের ভেতরে দুটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখেন। ফের শুয়ে পড়ার আগে আবার সিসি ক্যামেরায় দেখেন ডাকাতরা পিকআপে চালের বস্তা উঠাচ্ছে। পরে তিনি দ্রুত বের হয়ে বাজারে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতেরা পিকআপ নিয়ে উত্তর দিক দিয়ে দ্রুত চলে যায়।
ওই বাজারের চাল দোকানি ক্ষতিগ্রস্ত মজিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান। তার দোকানে ৫ লাখ টাকার ৫০ এবং ২৫ কেজি ওজনের ২২০ বস্তা চাল ছিল। রাতে স্থানীয়দের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি ঘুম থেকে উঠে বাজারে এসে তার দোকানের চাল লুটের ঘটনা জানতে পারেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান, সহকারী উপকমিশনার (এডিসি) রেজোয়ান আহমেদ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই ডাকাত দল গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি আটক করা সম্ভব হবে। এছাড়া দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।