নিজ কক্ষ থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

 সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি 
২০ জানুয়ারি ২০২৩, ১০:০২ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি বাসা থেকে সুমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল ৫টার দিকে বারপাড়া ইউনিয়নের শ্রীনিবাস এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত সুমাইয়া ওই এলাকার এনায়েতের মেয়ে। সে স্থানীয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার এসআই মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমাইয়া বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন