‘খোঁজ মিলছে না’ উকিল সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফের
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ২০:৫৫:০৪ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত দুদিন ধরে নিখোঁজ আছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ আছেন।
রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ অভিযোগ করেন আবু আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহেরুন।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা এবং ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী।
আবু আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহেরুন বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ আছে। তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা-যাওয়া করছে। এখন নির্বাচনে যে ভোট কেন্দ্রে এজেন্ট দেব, তাও খুঁজে পাচ্ছি না। কারণ সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ভয়ে আমি নিজেই পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করব।
মেহেরন্নিছা মেহেরুন বলেন, নির্বাচনে যদি প্রচারণা না করা যায় তাহলে সরকার নির্বাচন দিল কেন?
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুস সাত্তার ভূঁইয়াকে নির্বাচিত ঘোষণা করা হবে- এ ধরনের একটা পাঁয়তারা প্রশাসন করছে বলে আমার স্বামীকে হয়রানি করছে প্রশাসন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘খোঁজ মিলছে না’ উকিল সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফের
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত দুদিন ধরে নিখোঁজ আছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ আছেন।
রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ অভিযোগ করেন আবু আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহেরুন।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা এবং ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী।
আবু আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহেরুন বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ আছে। তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা-যাওয়া করছে। এখন নির্বাচনে যে ভোট কেন্দ্রে এজেন্ট দেব, তাও খুঁজে পাচ্ছি না। কারণ সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ভয়ে আমি নিজেই পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করব।
মেহেরন্নিছা মেহেরুন বলেন, নির্বাচনে যদি প্রচারণা না করা যায় তাহলে সরকার নির্বাচন দিল কেন?
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুস সাত্তার ভূঁইয়াকে নির্বাচিত ঘোষণা করা হবে- এ ধরনের একটা পাঁয়তারা প্রশাসন করছে বলে আমার স্বামীকে হয়রানি করছে প্রশাসন।