বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদ-সিগারেট জব্দ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ২১:০০:৪৭ | অনলাইন সংস্করণ
ভারত থকে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদসহ ৫০ হাজার কার্টন বেনসন ও এজ লাইট সিগারেট আটক করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। রোববার দুপুরে বেনাপোল রেলস্টেশন এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য আটক করা হয়।
আটক সিগারেট ও মদগুলো একটি চোরাচালানি চক্র বন্ধন এক্সপ্রেস ট্রেনে করে পাচার করছিল বলে কাস্টমস সূত্র জানায়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আ. রশিদ মিয়া জানান, ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেনযোগে বিপুল পরিমাণ সিগারেট ও মাদক দ্রব্য পাচার হয়ে আসছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমসের ডেপুটি কমিশনার রবীন্দ্র কুমার সিংহের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। ট্রেন থেকে ৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার কার্টন বেনসন ও এজ লাইট সিগারেট ও ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
তিনি আরও জানান, রাজস্ব সুরক্ষার স্বার্থে কাস্টমসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদ-সিগারেট জব্দ
ভারত থকে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদসহ ৫০ হাজার কার্টন বেনসন ও এজ লাইট সিগারেট আটক করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। রোববার দুপুরে বেনাপোল রেলস্টেশন এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য আটক করা হয়।
আটক সিগারেট ও মদগুলো একটি চোরাচালানি চক্র বন্ধন এক্সপ্রেস ট্রেনে করে পাচার করছিল বলে কাস্টমস সূত্র জানায়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আ. রশিদ মিয়া জানান, ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেনযোগে বিপুল পরিমাণ সিগারেট ও মাদক দ্রব্য পাচার হয়ে আসছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমসের ডেপুটি কমিশনার রবীন্দ্র কুমার সিংহের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। ট্রেন থেকে ৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার কার্টন বেনসন ও এজ লাইট সিগারেট ও ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
তিনি আরও জানান, রাজস্ব সুরক্ষার স্বার্থে কাস্টমসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।