নাতির মৃত্যুর খবর শুনেই মারা গেলেন নানি!
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩:৫৯ | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দুমকির পার্শ্ববর্তী এলাকা মৌকরণে নানার বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী কুরআনের হাফেজ মো. খালিদ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শুনে তার নানিও স্ট্রোক করে মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার পার্শ্ববর্তী মৌকরণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খালিদ দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মো. মাওলানা রফিকুল ইসলামের বড় ছেলে। তিনি কুরআনের হাফেজ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে খালিদ নানার বাড়িতে পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে মোটর লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন দ্রুত খালিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এদিকে কুরআনের হাফেজ নাতির মৃত্যুর খবর শুনে নানি কুলসুম বেগম (৬৫) স্ট্রোক করে মারা যান। কুলসুম বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনেছি তবে পরিবারের কেউ জানায়নি। ঘটনাস্থলে থানা থেকে লোক পাঠানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাতির মৃত্যুর খবর শুনেই মারা গেলেন নানি!
পটুয়াখালীর দুমকির পার্শ্ববর্তী এলাকা মৌকরণে নানার বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী কুরআনের হাফেজ মো. খালিদ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শুনে তার নানিও স্ট্রোক করে মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার পার্শ্ববর্তী মৌকরণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খালিদ দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মো. মাওলানা রফিকুল ইসলামের বড় ছেলে। তিনি কুরআনের হাফেজ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে খালিদ নানার বাড়িতে পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে মোটর লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন দ্রুত খালিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এদিকে কুরআনের হাফেজ নাতির মৃত্যুর খবর শুনে নানি কুলসুম বেগম (৬৫) স্ট্রোক করে মারা যান। কুলসুম বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনেছি তবে পরিবারের কেউ জানায়নি। ঘটনাস্থলে থানা থেকে লোক পাঠানো হয়।