শ্রেণিকক্ষে প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক!
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০০:৩২ | অনলাইন সংস্করণ
রংপুরের কাউনিয়ায় রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সহকারী শিক্ষকের মারপিটে প্রধান শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই প্রধান শিক্ষককে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে ভর্তি আহত প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, তিনি সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পাঠদান করাচ্ছিলেন। এ সময় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন শ্রেণিকক্ষে ঢুকে তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে অতর্কিত কিল-ঘুসি মারতে শুরু করেন। এতে তিনি মাথা, মুখ ও নাকে আঘাতপ্রাপ্ত হন।
এদিকে প্রধান শিক্ষককে মারপিট করার সময় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনও আহত হন। সহকারী শিক্ষক সাখওয়াত হোসেনও সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে তিনি প্রধান শিক্ষককে মারপিটের বিষয়ে কথা বলতে রাজি হননি।
একই বিদ্যালয়ের দুই শিক্ষকের মারামারির বিষয়টি নিমিষেই ছড়িয়ে পড়ে উপজেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার বলেন, ক্লাসরুমে শিক্ষকদের মারামারির ঘটনাটি তিনি জানতে পেরেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রেণিকক্ষে প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক!
রংপুরের কাউনিয়ায় রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সহকারী শিক্ষকের মারপিটে প্রধান শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই প্রধান শিক্ষককে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে ভর্তি আহত প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, তিনি সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পাঠদান করাচ্ছিলেন। এ সময় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন শ্রেণিকক্ষে ঢুকে তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে অতর্কিত কিল-ঘুসি মারতে শুরু করেন। এতে তিনি মাথা, মুখ ও নাকে আঘাতপ্রাপ্ত হন।
এদিকে প্রধান শিক্ষককে মারপিট করার সময় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনও আহত হন। সহকারী শিক্ষক সাখওয়াত হোসেনও সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে তিনি প্রধান শিক্ষককে মারপিটের বিষয়ে কথা বলতে রাজি হননি।
একই বিদ্যালয়ের দুই শিক্ষকের মারামারির বিষয়টি নিমিষেই ছড়িয়ে পড়ে উপজেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার বলেন, ক্লাসরুমে শিক্ষকদের মারামারির ঘটনাটি তিনি জানতে পেরেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।