মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় 
jugantor
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি  

৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৫৬:২৭  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে সভাপতি মো. জাকারিয়া মোল্লা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাসুদ আলম সাধারণ সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১০টি এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দুটি সহসভাপতি ও কোষাধাক্ষসহ পাঁচটি পদে জয় পায়।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩৪২ ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনি চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি বিএনপি সমর্থিত জাকারিয়া মোল্লা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শম হাবিবুর রহমানকে ৮৯ ভোটের ব্যবধান পরাজিত করেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ আলম বিএনপির সমর্থিত প্যানেলের মোহাম্মদ পারভেজ আলমকে মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত করে।

এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ'লীগ), অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম মানিক (আ.লীগ), সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি) কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. হযরত আলী (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট গাজী শাহরিয়ার রকি (আ.লীগ)। কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মো. নূর হোসাইন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট মো. সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী মাহবুব (বিএনপি), চতুর্থ হয়েছেন অ্যাডভোকেট প্রিন্স ফয়সাল আহমেদ (আ.লীগ)।

আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল।

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় 

 মুন্সীগঞ্জ প্রতিনিধি 
৩১ জানুয়ারি ২০২৩, ০২:৫৬ পিএম  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে সভাপতি মো. জাকারিয়া মোল্লা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাসুদ আলম সাধারণ সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১০টি এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দুটি সহসভাপতি ও কোষাধাক্ষসহ পাঁচটি পদে জয় পায়।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩৪২ ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনি চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি বিএনপি সমর্থিত জাকারিয়া মোল্লা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শম হাবিবুর রহমানকে ৮৯ ভোটের ব্যবধান পরাজিত করেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ আলম বিএনপির সমর্থিত প্যানেলের মোহাম্মদ পারভেজ আলমকে মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত করে। 

এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ'লীগ), অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম মানিক (আ.লীগ), সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি) কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. হযরত আলী (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট গাজী শাহরিয়ার রকি (আ.লীগ)। কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মো. নূর হোসাইন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট মো. সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী মাহবুব  (বিএনপি), চতুর্থ হয়েছেন অ্যাডভোকেট প্রিন্স ফয়সাল আহমেদ (আ.লীগ)।

আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন