পাঁচ বছরের সাজা এড়াতে একযুগ পলাতক, অবশেষে…
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৫:৩৬ | অনলাইন সংস্করণ
চুরির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাফিয়া বেগম (৪৮) একযুগ পলাতক থাকার পরও শেষ রক্ষা হয়নি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাফিয়ার বাড়ি উপজেলার কৈলাটী ইউনিয়নের বৈলন চানঁকোনা গ্রামে। তার স্বামীর নাম আব্দুর রব।
কলমাকান্দা থানার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সাফিয়ার বিরুদ্ধে ২০০৫ সালে রাজধানীর গুলশান থানায় একটি চুরির মামলা হয়। সেই থেকেই সাফিয়া পলাতক ছিলেন। পরে ২০১০ সালে ওই মামলায় সাফিয়াকে পাঁচ বছরের সাজা দেন আদালত। পরে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাফিয়াকে উপজেলার আনন্দপুর গ্রামের তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাঁচ বছরের সাজা এড়াতে একযুগ পলাতক, অবশেষে…
চুরির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাফিয়া বেগম (৪৮) একযুগ পলাতক থাকার পরও শেষ রক্ষা হয়নি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাফিয়ার বাড়ি উপজেলার কৈলাটী ইউনিয়নের বৈলন চানঁকোনা গ্রামে। তার স্বামীর নাম আব্দুর রব।
কলমাকান্দা থানার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সাফিয়ার বিরুদ্ধে ২০০৫ সালে রাজধানীর গুলশান থানায় একটি চুরির মামলা হয়। সেই থেকেই সাফিয়া পলাতক ছিলেন। পরে ২০১০ সালে ওই মামলায় সাফিয়াকে পাঁচ বছরের সাজা দেন আদালত। পরে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাফিয়াকে উপজেলার আনন্দপুর গ্রামের তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।