দেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়: খন্দকার মোশাররফ
jugantor
দেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়: খন্দকার মোশাররফ

  কুমিল্লা ব্যুরো  

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪২:১৯  |  অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বৈরশাসক এভাবে যায় না। তীব্র গণআন্দোলনের মাধ্যমে বিদায় করতে হয়। দেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়। এ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। তারা কখনো ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবে না। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। অর্থনীতিকেও তারা কখনো মেরামত করতে পারবে না।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট না দিতে দিতে এখন ভোট দেওয়া ভুলে গেছে। বর্তমান স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এ দেশের মানুষ এখন তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। কোনো স্বৈরাচার নয় তারা এখন গণতান্ত্রিক সরকার চায়।

শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, এ সরকার রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেয় না। এই সরকার ভয় পায়। আমরাও বুঝে গেছি, এই সরকার যতদিন ক্ষমতায় আছে দেশনায়ক তারেক রহমানকে ততদিন দেশে আনা সম্ভব হবে না, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনব। ততদিন আমাদের আন্দোলন চলবেই।

তিনি বলেন, এ সরকারের দমন, নির্যাতন, মামলা, হামলাকে বিএনপির নেতাকর্মীরা এখন আর ভয় পায় না। বিএনপির কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। আজকেও সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হচ্ছে, লাখ লাখ লোক সমাবেশে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, এ সরকার প্রাইমারি থেকে হাইস্কুলের সব পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে। পেপার-পত্রিকা খুললেই দেখা যায়, পাঠ্যপুস্তকগুলোতে আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের সমাজব্যবস্থাকে ভূলণ্ঠিত করেছে। পাঠ্যপুস্তকগুলোতে দেশের ইতিহাসকে বিকৃত করে কোমলমতি শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখাচ্ছে।

বক্তব্য শেষে খন্দকার মোশাররফ হোসেন আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন।

এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ কুমিল্লা বিভাগের সব ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়: খন্দকার মোশাররফ

 কুমিল্লা ব্যুরো 
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বৈরশাসক এভাবে যায় না। তীব্র গণআন্দোলনের মাধ্যমে বিদায় করতে হয়। দেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়। এ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। তারা কখনো ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবে না। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। অর্থনীতিকেও তারা কখনো মেরামত করতে পারবে না।
 
তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট না দিতে দিতে এখন ভোট দেওয়া ভুলে গেছে। বর্তমান স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এ দেশের মানুষ এখন তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। কোনো স্বৈরাচার নয় তারা এখন গণতান্ত্রিক সরকার চায়।

শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

খন্দকার মোশাররফ বলেন, এ সরকার রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেয় না। এই সরকার ভয় পায়। আমরাও বুঝে গেছি, এই সরকার যতদিন ক্ষমতায় আছে দেশনায়ক তারেক রহমানকে ততদিন দেশে আনা সম্ভব হবে না, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনব। ততদিন আমাদের আন্দোলন চলবেই। 

তিনি বলেন, এ সরকারের দমন, নির্যাতন, মামলা, হামলাকে বিএনপির নেতাকর্মীরা এখন আর ভয় পায় না। বিএনপির কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। আজকেও সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হচ্ছে, লাখ লাখ লোক সমাবেশে অংশ নিচ্ছে। 

তিনি আরও বলেন, এ সরকার প্রাইমারি থেকে হাইস্কুলের সব পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে। পেপার-পত্রিকা খুললেই দেখা যায়, পাঠ্যপুস্তকগুলোতে আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের সমাজব্যবস্থাকে ভূলণ্ঠিত করেছে। পাঠ্যপুস্তকগুলোতে দেশের ইতিহাসকে বিকৃত করে কোমলমতি শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখাচ্ছে। 

বক্তব্য শেষে খন্দকার মোশাররফ হোসেন আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন। 

এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ কুমিল্লা বিভাগের সব ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন