দোহারে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৮:১১ | অনলাইন সংস্করণ
ঢাকার দোহারে পদ্মা নদীতে ঘন কুয়াশায় রোববার সকাল ৮টায় ২টি স্পিডবোটের সংঘর্ষে ঘটনাস্থলেই যাত্রী সুকুমার হালদার নামে ১ জন নিহত হন।
সুকুমার হালদার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গহুলক্ষীপুর গ্রামের শিরিস হালদারের ছেলে।
অপরদিকে এ সময় আহত হন ফরিদপুর চরভদ্রাসন উপজেলার ভাংগিরচর গ্রামের আ. হাকিমের ছেলে মতিউর রহমান।
দোহার পদ্মা নদী সংলগ্ন মৈনট ঘাটের একাধিক ব্যক্তি এ বিষয়ে বলেন, পদ্মা নদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে ২টি স্পিডবোটের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দোহার নৌপুলিশের উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, দোহার উপজেলার পদ্মা নদীর সীমান্তবর্তী ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরঝাওকান্দা এলাকায় ২টি স্পিডবোটের সংঘর্ষের ১ জন যাত্রী নিহত ও ১ জন যাত্রী আহত হয়েছেন। আহত মতিউর রহমানকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দোহারে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১
ঢাকার দোহারে পদ্মা নদীতে ঘন কুয়াশায় রোববার সকাল ৮টায় ২টি স্পিডবোটের সংঘর্ষে ঘটনাস্থলেই যাত্রী সুকুমার হালদার নামে ১ জন নিহত হন।
সুকুমার হালদার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গহুলক্ষীপুর গ্রামের শিরিস হালদারের ছেলে।
অপরদিকে এ সময় আহত হন ফরিদপুর চরভদ্রাসন উপজেলার ভাংগিরচর গ্রামের আ. হাকিমের ছেলে মতিউর রহমান।
দোহার পদ্মা নদী সংলগ্ন মৈনট ঘাটের একাধিক ব্যক্তি এ বিষয়ে বলেন, পদ্মা নদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে ২টি স্পিডবোটের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দোহার নৌপুলিশের উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, দোহার উপজেলার পদ্মা নদীর সীমান্তবর্তী ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরঝাওকান্দা এলাকায় ২টি স্পিডবোটের সংঘর্ষের ১ জন যাত্রী নিহত ও ১ জন যাত্রী আহত হয়েছেন। আহত মতিউর রহমানকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।