থানায় বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলা, সাংবাদিকসহ আহত ৫
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০:৫০ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় শালিসি বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এসময় মারামারির সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদসহ ৫জন।
রোববার সন্ধ্যার পূর্ব মূহুর্তে কোম্পানীগঞ্জ থানার ভেতর ও প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোম্পানীগঞ্জ থানায় বিকাল থেকে এসআই মাসুদ পারিবারিক একটি ঘটনা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’পক্ষকে নিয়ে শালিস বৈঠক করছিলেন। ওই বৈঠকে এক পক্ষ থানার ভেতরে স্থানীয় কিশোর গ্যাংদের ডেকে আনে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে থানার মধ্যে তারা মারামারিতে জড়িয়ে পড়ে।
মারামারি করতে করতে একজনকে ধরে নিয়ে প্রধান সড়কে বেদম পেটাতে থাকে। কিশোর গ্যাং সদস্য সবার হাতে লাঠিসোটা ছিল।
ওই কিশোরকে মারার সময় ছবি ধারণ করতে গেলে কিশোর গ্যাং লিডার জয়, মোহনের নেতৃত্বে অন্যান্যরা দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদের ওপর হামলে পড়ে। তাকে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও ৪-৫জন হামলার শিকার হয়।
এর আগে কিশোর গ্যাং সদস্যরা থানার সামনে গাড়ি ভাঙচুর ও পার্শ্ববর্তী সিদ্দিক টাওয়ারে হামলা ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে এসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি শালিস বৈঠকের বিষয়ে কোনো তথ্য দিতে অনিহা প্রকাশ করেন। তবে তিনি বিষয়টি নিয়ে আহত সাংবাদিক ও এ প্রতিনিধির সঙ্গে সমঝোতা করতে চান বলে কয়েক স্থানীয় সাংবাদিক জানিয়েছেন।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আমি একটি মামলায় কোর্টে হাজিরা দেওয়ার জন্য কোম্পানীগঞ্জ থানার বাহিরে আছি। ওসি তদন্তকে সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
থানায় বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলা, সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় শালিসি বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এসময় মারামারির সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদসহ ৫জন।
রোববার সন্ধ্যার পূর্ব মূহুর্তে কোম্পানীগঞ্জ থানার ভেতর ও প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোম্পানীগঞ্জ থানায় বিকাল থেকে এসআই মাসুদ পারিবারিক একটি ঘটনা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’পক্ষকে নিয়ে শালিস বৈঠক করছিলেন। ওই বৈঠকে এক পক্ষ থানার ভেতরে স্থানীয় কিশোর গ্যাংদের ডেকে আনে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে থানার মধ্যে তারা মারামারিতে জড়িয়ে পড়ে।
মারামারি করতে করতে একজনকে ধরে নিয়ে প্রধান সড়কে বেদম পেটাতে থাকে। কিশোর গ্যাং সদস্য সবার হাতে লাঠিসোটা ছিল।
ওই কিশোরকে মারার সময় ছবি ধারণ করতে গেলে কিশোর গ্যাং লিডার জয়, মোহনের নেতৃত্বে অন্যান্যরা দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদের ওপর হামলে পড়ে। তাকে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও ৪-৫জন হামলার শিকার হয়।
এর আগে কিশোর গ্যাং সদস্যরা থানার সামনে গাড়ি ভাঙচুর ও পার্শ্ববর্তী সিদ্দিক টাওয়ারে হামলা ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে এসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি শালিস বৈঠকের বিষয়ে কোনো তথ্য দিতে অনিহা প্রকাশ করেন। তবে তিনি বিষয়টি নিয়ে আহত সাংবাদিক ও এ প্রতিনিধির সঙ্গে সমঝোতা করতে চান বলে কয়েক স্থানীয় সাংবাদিক জানিয়েছেন।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আমি একটি মামলায় কোর্টে হাজিরা দেওয়ার জন্য কোম্পানীগঞ্জ থানার বাহিরে আছি। ওসি তদন্তকে সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।