২১ বছর ধরে পলাতক ছিলেন তিনি
খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিমকে (৫৪) বগুড়া থেকে আটক করা হয়েছে। নাসিম ২০০২ সালে গণেশ হত্যা মামলায় আটক হওয়ার পর আদালত থেকে জামিন নেন। এরপর থেকেই তিনি ২১ বছর পলাতক ছিলেন।
নগরীর দৌলতপুর থানা পুলিশের একটি টিম গত ৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে নাসিমকে বগুড়া জেলার সদর থানাধীন ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে খুলনার আলোচিত গণেশ হত্যা, হুজি শহীদ, মুন্না, ইকবাল হুজুর হত্যাসহ প্রায় ১০টি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, সম্প্রতি খুলনার বিএল কলেজ গেটে গত বছরের ৬ অক্টোবর রাতে ৭নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যা প্রচেষ্টা মামলারও আসামি তিনি। দিঘলিয়া থানার একটি অস্ত্র মামলায় নাসিমের ১৭ বছরের জেল হয়েছে। তিনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা মৃত আ. গফুরের পুত্র। গণেশ হত্যা মামলায় আদালত তাকে ৩২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন যুগান্তরকে সোমবার সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিমকে বগুড়া থেকে আটক করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়েছে। নাসিমের বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, সোনাডাঙ্গা, বাগেরহাটের ফকিরহাট, হরিণটানা থানাসহ বিভিন্ন থানায় হত্যা মামলা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছর এবং একটি হত্যা মামলায় ৩২ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২১ বছর ধরে পলাতক ছিলেন তিনি
খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিমকে (৫৪) বগুড়া থেকে আটক করা হয়েছে। নাসিম ২০০২ সালে গণেশ হত্যা মামলায় আটক হওয়ার পর আদালত থেকে জামিন নেন। এরপর থেকেই তিনি ২১ বছর পলাতক ছিলেন।
নগরীর দৌলতপুর থানা পুলিশের একটি টিম গত ৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে নাসিমকে বগুড়া জেলার সদর থানাধীন ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে খুলনার আলোচিত গণেশ হত্যা, হুজি শহীদ, মুন্না, ইকবাল হুজুর হত্যাসহ প্রায় ১০টি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, সম্প্রতি খুলনার বিএল কলেজ গেটে গত বছরের ৬ অক্টোবর রাতে ৭নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যা প্রচেষ্টা মামলারও আসামি তিনি। দিঘলিয়া থানার একটি অস্ত্র মামলায় নাসিমের ১৭ বছরের জেল হয়েছে। তিনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা মৃত আ. গফুরের পুত্র। গণেশ হত্যা মামলায় আদালত তাকে ৩২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন যুগান্তরকে সোমবার সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিমকে বগুড়া থেকে আটক করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়েছে। নাসিমের বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, সোনাডাঙ্গা, বাগেরহাটের ফকিরহাট, হরিণটানা থানাসহ বিভিন্ন থানায় হত্যা মামলা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছর এবং একটি হত্যা মামলায় ৩২ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে।