থানায় অভিযোগ করলে মিলবে লাশ!

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ পিএম  |  অনলাইন সংস্করণ

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউপির পশ্চিম সাতঘটিয়াপাড়ার পাহাড় থেকে দুই যুবককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তবে তাদের মুক্তিপণ ছাড়া মুক্তি মিলবে না বলে জানা গেছে। অপহরণকারীদের হাতে যথাসময়ে টাকা পৌঁছে না দিলে তাদের জীবিত আর পাবে না বলে তাদের স্বজনদের কাছে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন অপহরণকৃতের বড় ভাই মৃত কালু মিয়ার ছেলে নুরুল কবির।

অপহরণকৃতরা হলেন- পশ্চিম সাতঘটিয়াপাড়ার মৃত কালু মিয়ার ছেলে নুরুল আমিন (২০) ও হ্নীলা এলাকার জিন্নার ছেলে প্রকাশ কালো।

নুরুল কবির জানান, বুধবার বিকালে পাহাড়ে কৃষি ক্ষেতের ঘিরা বা বাউন্ডারি দেওয়ার জন্য কাঠ কাটতে গেলে অপহরণকারীরা তাদের অপহরণ করে। পর দিন তাদের পরিবারে মোবাইল করে তাদের মুক্তির জন্য মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। 

তিনি আরও জানান, কোনো সাংবাদিক দিয়ে নিউজ করালে বা থানায় অভিযোগ করলে অপহরণকৃতদের লাশ বাড়িতে পাঠানো হবে বলেও হুমকি প্রদান করা হয়েছে।

স্থানীয় ৭নং ওয়ার্ডের গ্রামপুলিশ নুর কবির জানান, দুইজন অপহরণ হয়েছে। একজনের নাম নুরুল আমিন, অপরজনের নাম জানি না। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক নাছির উদ্দীন মজুমদার (তদন্ত) যুগান্তরকে জানান, আমাদের কাছে কেউ আসেননি, তবে দুইজন না আমরা একজনের কথা শুনেছি। সে পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের দুইপক্ষের মধ্য মাদকের লেনদেন নিয়ে একজনকে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। কেউ আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন