বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এখন কুড়িগ্রামে
কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪২:২৭ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে নোঙর করেছে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। এটি নাব্যতা সংকটের কারণে বন্দরের তীরে ভিড়তে না পারায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে।
জানা যায়, বাহাদুরাবাদঘাট থেকে বুধবার দুপুর ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশে ছেড়ে আসে 'গঙ্গা বিলাস'। পরে বিকাল ৪টার দিকে নাব্যতার কারণে নোঙর করে ব্রক্ষপুত্রের চরে।
বৃহস্পতিবার সকাল ৭টায় পর্যটকদের গঙ্গা বিলাস থেকে স্পিডবোটে চিলমারী নদীবন্দরে নিয়ে আসা হয়।
এ সময় জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরীর বিদেশি পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাতযাপন করবেন।
আগামীকাল শুক্রবার সকালে চিলমারী নৌবন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে রওনা হবে গঙ্গা বিলাস।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের বারানসি থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে তিন হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রমোদতরী গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির একজন ভ্রমণ করছেন। এই যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাস যাত্রারত পর্যটকদের ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এখন কুড়িগ্রামে
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে নোঙর করেছে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। এটি নাব্যতা সংকটের কারণে বন্দরের তীরে ভিড়তে না পারায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে।
জানা যায়, বাহাদুরাবাদঘাট থেকে বুধবার দুপুর ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশে ছেড়ে আসে 'গঙ্গা বিলাস'। পরে বিকাল ৪টার দিকে নাব্যতার কারণে নোঙর করে ব্রক্ষপুত্রের চরে।
বৃহস্পতিবার সকাল ৭টায় পর্যটকদের গঙ্গা বিলাস থেকে স্পিডবোটে চিলমারী নদীবন্দরে নিয়ে আসা হয়।
এ সময় জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরীর বিদেশি পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাতযাপন করবেন।
আগামীকাল শুক্রবার সকালে চিলমারী নৌবন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে রওনা হবে গঙ্গা বিলাস।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের বারানসি থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে তিন হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রমোদতরী গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির একজন ভ্রমণ করছেন। এই যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাস যাত্রারত পর্যটকদের ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।