সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদের মা রাশেদা বেগমের ইন্তেকাল

 কুমিল্লা ব্যুরো 
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩১ পিএম  |  অনলাইন সংস্করণ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মা সৈয়দা রাশেদা বেগম (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠে নামাজের জানাজা শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

সৈয়দ রাশেদা বেগমের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি, মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কায়কোবাদ ফোরামসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন