ইটের আঘাতে আহত শিক্ষকের মৃত্যু
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৯:৩২ | অনলাইন সংস্করণ
টঙ্গীবাড়ীতে মাথায় ইটের আঘাতে আহত মাহবুব আলম (৩৩) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া সেরাজাবাদ মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক। মাহবুব সিরাজগঞ্জ সদর থানার বাসিন্দা মাওলানা গোলাম আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, সোমবার মাদ্রাসার ছাদে কার্পেট শুকাতে দেওয়া হয়। কার্পেট যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য কার্পেটের ওপর ইট দেওয়া হয়েছিল। উপর থেকে সেই ইট শিক্ষকের মাথায় পড়লে গুরুতর আহত হন মাহবুব আলম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, খবর পেয়েছি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইটের আঘাতে আহত শিক্ষকের মৃত্যু
টঙ্গীবাড়ীতে মাথায় ইটের আঘাতে আহত মাহবুব আলম (৩৩) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া সেরাজাবাদ মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক। মাহবুব সিরাজগঞ্জ সদর থানার বাসিন্দা মাওলানা গোলাম আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, সোমবার মাদ্রাসার ছাদে কার্পেট শুকাতে দেওয়া হয়। কার্পেট যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য কার্পেটের ওপর ইট দেওয়া হয়েছিল। উপর থেকে সেই ইট শিক্ষকের মাথায় পড়লে গুরুতর আহত হন মাহবুব আলম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, খবর পেয়েছি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।