কুড়িগ্রামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুড়িগ্রাম প্রেস ক্লাব সবুজ চত্বরে শনিবার যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, গান, কবিতা, একক অভিনয় এবং গুণীজন সংবর্ধনা। সব শেষে অতিথিরা যুগান্তর লেখা ২৪ পাউন্ডের কেক কাটেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমপি পনির উদ্দিন আহমেদ। তিনি বলেন, যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে পাঠকের অন্তরে অবস্থান তৈরি করেছে। যুগান্তর নিপীড়িত মানুষের কথা বলে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুক, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।
কুড়িগ্রাম স্বজন সমাবেশের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর কুড়িগ্রাম প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন আহমেদ, মমিনুল ইসলাম মঞ্জু, সফি খান, সেখ হুমায়ুন কবির সূর্য্য, মাহফুজার রহমান টিউটর, মিজানুর রহমান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল।
সংবর্ধিতরা হলেন- স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য রওশন আরা চৌধুরী, নারী উদ্যোক্তা হিসেবে সাইদা ইয়াসমিন রুপা, বর্ষসেরা পাঠক রেজাউল হাসান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন আহমেদ ও সফি খান, চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য গরিবের ডাক্তার এসএম আমিনুল ইসলাম, লাইব্রেরি আন্দোলনে বিশেষ অবদানের জন্য ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি আমিনুল ইসলাম খন্দকার বাচ্চু, সাতভিটা গ্রন্থনীড়ের পরিচালক জয়নাল আবেদিন এবং শিক্ষায় বিশেষ অবদানের জন্য মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টু।
শুভেচ্ছা স্মারক দেওয়া হয় ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, রৌমারী প্রতিনিধি এসএম সাদেক হোসেন ভোলা, চিলমারী প্রতিনিধি গোলাম মাহবুব, উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ, রাজারহাট প্রতিনিধি এনামুল হক, নাগেশ্বরী প্রতিনিধি যোবায়ের সিদ্দিকী স্বপন ও ভুরুঙ্গামারী প্রতিনিধি আরমান আলীকে।
কুড়িগ্রামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৯:১৩:০২ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রেস ক্লাব সবুজ চত্বরে শনিবার যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, গান, কবিতা, একক অভিনয় এবং গুণীজন সংবর্ধনা। সব শেষে অতিথিরা যুগান্তর লেখা ২৪ পাউন্ডের কেক কাটেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমপি পনির উদ্দিন আহমেদ। তিনি বলেন, যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে পাঠকের অন্তরে অবস্থান তৈরি করেছে। যুগান্তর নিপীড়িত মানুষের কথা বলে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুক, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।
কুড়িগ্রাম স্বজন সমাবেশের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর কুড়িগ্রাম প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন আহমেদ, মমিনুল ইসলাম মঞ্জু, সফি খান, সেখ হুমায়ুন কবির সূর্য্য, মাহফুজার রহমান টিউটর, মিজানুর রহমান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল।
সংবর্ধিতরা হলেন- স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য রওশন আরা চৌধুরী, নারী উদ্যোক্তা হিসেবে সাইদা ইয়াসমিন রুপা, বর্ষসেরা পাঠক রেজাউল হাসান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন আহমেদ ও সফি খান, চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য গরিবের ডাক্তার এসএম আমিনুল ইসলাম, লাইব্রেরি আন্দোলনে বিশেষ অবদানের জন্য ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি আমিনুল ইসলাম খন্দকার বাচ্চু, সাতভিটা গ্রন্থনীড়ের পরিচালক জয়নাল আবেদিন এবং শিক্ষায় বিশেষ অবদানের জন্য মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টু।
শুভেচ্ছা স্মারক দেওয়া হয় ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, রৌমারী প্রতিনিধি এসএম সাদেক হোসেন ভোলা, চিলমারী প্রতিনিধি গোলাম মাহবুব, উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ, রাজারহাট প্রতিনিধি এনামুল হক, নাগেশ্বরী প্রতিনিধি যোবায়ের সিদ্দিকী স্বপন ও ভুরুঙ্গামারী প্রতিনিধি আরমান আলীকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023