মেসি ও আর্জেন্টিনা টিমকে ১০ গরু-খাসি খাওয়ার আমন্ত্রণ মাসুদের
তানজিল আমির
১৫ মার্চ ২০২৩, ১৮:৪৬:২২ | অনলাইন সংস্করণ
মেসি ও আর্জেন্টিনা ফুটবল টিমকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন আর্জেন্টিনার অন্ধভক্ত জামালপুরের সরিষাবাড়ীর মাসুদুর রহমান মাসুদ। তারা এলে ৫ গরু ও ৫ খাসি জবাই করে গণভোজ করতে চান তিনি। সেই তারিখ চেয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মাসুদ।
বুধবার দুপুরে বনানী বি ব্লকের ২৩ নম্বর সড়কে আর্জেন্টিনা দূতাবাসে আমন্ত্রণপত্র জমা দেন তিনি। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসুদ। তিনি ঢাকার তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন।
জানা যায়, ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে ১৮ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মাসুদের দাবি, সরিষাবাড়ী উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক এবং মেসিভক্ত।
র্যালি শেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্য মিল্লি ভাত খাওয়ানোর গণভোজ করার ঘোষণা দেন মাসুদ। ১৯ নভেম্বর ১০৬০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি পৌর এলাকার ট্রাক পরিবহণ মোড় থেকে শুরু করে পৌরসভা, শিল্পকলা, ডাকবাংলো হয়ে টাঙিয়ে দেওয়া হয়।
এছাড়াও আর্জেন্টিনার প্রতিটি খেলায় তার পক্ষ থেকে নানা আয়োজনে খেলা দেখার পাশাপাশি খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। খেলাগুলোতে তিনি প্রায় ৫ লাখ টাকা ব্যয় করেছেন বলে দাবি তার।
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে গত ৩ মার্চ মাসুদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
মাসুদুর রহমান জানান, র্যালি থেকে ঘোষণা দেওয়া ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের অনুষ্ঠানটি সম্পন্ন করতে চাই। আমরা চাই মেসি ও তার ফুটবল টিমের খেলোয়াড়রা তারিখ নির্ধারণ করে আমার আমন্ত্রণ গ্রহণ করে সবাই সরিষাবাড়ী উপজেলায় আসবে। মেসি ও তার খেলোয়াড়দের উপস্থিতিতে আমি ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের আয়োজন করতে চাই। আর্জেন্টিনার ফুটবল টিমের সব খেলোয়াড় ও তাদের পরিবার এবং সেই দেশের সরকারপ্রধানকেও আমি আমন্ত্রণ করলাম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেসি ও আর্জেন্টিনা টিমকে ১০ গরু-খাসি খাওয়ার আমন্ত্রণ মাসুদের
মেসি ও আর্জেন্টিনা ফুটবল টিমকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন আর্জেন্টিনার অন্ধভক্ত জামালপুরের সরিষাবাড়ীর মাসুদুর রহমান মাসুদ। তারা এলে ৫ গরু ও ৫ খাসি জবাই করে গণভোজ করতে চান তিনি। সেই তারিখ চেয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মাসুদ।
বুধবার দুপুরে বনানী বি ব্লকের ২৩ নম্বর সড়কে আর্জেন্টিনা দূতাবাসে আমন্ত্রণপত্র জমা দেন তিনি। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসুদ। তিনি ঢাকার তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন।
জানা যায়, ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে ১৮ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মাসুদের দাবি, সরিষাবাড়ী উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক এবং মেসিভক্ত।
র্যালি শেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্য মিল্লি ভাত খাওয়ানোর গণভোজ করার ঘোষণা দেন মাসুদ। ১৯ নভেম্বর ১০৬০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি পৌর এলাকার ট্রাক পরিবহণ মোড় থেকে শুরু করে পৌরসভা, শিল্পকলা, ডাকবাংলো হয়ে টাঙিয়ে দেওয়া হয়।
এছাড়াও আর্জেন্টিনার প্রতিটি খেলায় তার পক্ষ থেকে নানা আয়োজনে খেলা দেখার পাশাপাশি খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। খেলাগুলোতে তিনি প্রায় ৫ লাখ টাকা ব্যয় করেছেন বলে দাবি তার।
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে গত ৩ মার্চ মাসুদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
মাসুদুর রহমান জানান, র্যালি থেকে ঘোষণা দেওয়া ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের অনুষ্ঠানটি সম্পন্ন করতে চাই। আমরা চাই মেসি ও তার ফুটবল টিমের খেলোয়াড়রা তারিখ নির্ধারণ করে আমার আমন্ত্রণ গ্রহণ করে সবাই সরিষাবাড়ী উপজেলায় আসবে। মেসি ও তার খেলোয়াড়দের উপস্থিতিতে আমি ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের আয়োজন করতে চাই। আর্জেন্টিনার ফুটবল টিমের সব খেলোয়াড় ও তাদের পরিবার এবং সেই দেশের সরকারপ্রধানকেও আমি আমন্ত্রণ করলাম।