‘ভোট প্রয়োগে প্রথম বাধা বাড়িতে’
jugantor
‘ভোট প্রয়োগে প্রথম বাধা বাড়িতে’

  যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ    

১৮ মার্চ ২০২৩, ২২:৪২:৩১  |  অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, আমাদের দেশের নির্বাচন হয় উৎসবমুখর পরিবেশে। কিন্তু ভোট প্রয়োগের ক্ষেত্রে অনেকের স্বাধীনতা থাকে না। স্বামীর কথায় স্ত্রীকে ভোট প্রয়োগ করতে হয়। ভোট প্রয়োগে প্রথম বাধা বাড়িতে। উন্নয়ন ও যোগ্য প্রার্থীর বিষয়টি ওই নারীর কাছ কোনো বিষয় নয়। ঘরের ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া উচিত। এর জন্য নারী জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।

শনিবার দুপুরে জেলার শিবালয় উপজেলা পদ্মা রিভারভিউতে ভোটার অ্যাডুকেশন সেমিনারের আয়োজন করে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে দুর্জয় এ সব কথা বলেন।

হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের নির্বাহী সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান বলেন, যাদের যোগ্যতা নেই তাদের নির্বাচিত করলে ভুল হবে। ভোট প্রয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পাশাপাশি যোগ্য দলকে বেছে নিতে হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভোট প্রয়োগের ক্ষেত্রে ডিজিটাল হবে এটাই স্বাভাবিক।

সেমিনারে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের সাবেক সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের মহাসচিব মো. নূরুল ইসলাম ছত্তার, ব্যারিস্টার ওলেরা আরফিন, জেলা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ, জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় সহসভাপতি আফজাল হোসেন খান প্রমুখ।

‘ভোট প্রয়োগে প্রথম বাধা বাড়িতে’

 যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ   
১৮ মার্চ ২০২৩, ১০:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, আমাদের দেশের নির্বাচন হয় উৎসবমুখর পরিবেশে। কিন্তু ভোট প্রয়োগের ক্ষেত্রে অনেকের স্বাধীনতা থাকে না। স্বামীর কথায় স্ত্রীকে ভোট প্রয়োগ করতে হয়। ভোট প্রয়োগে প্রথম বাধা বাড়িতে। উন্নয়ন ও যোগ্য প্রার্থীর বিষয়টি ওই নারীর কাছ কোনো বিষয় নয়। ঘরের ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া উচিত। এর জন্য নারী জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।

শনিবার দুপুরে জেলার শিবালয় উপজেলা পদ্মা রিভারভিউতে ভোটার অ্যাডুকেশন সেমিনারের আয়োজন করে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে দুর্জয় এ সব কথা বলেন।

হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের নির্বাহী সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান বলেন, যাদের যোগ্যতা নেই তাদের নির্বাচিত করলে ভুল হবে। ভোট প্রয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পাশাপাশি যোগ্য দলকে বেছে নিতে হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভোট প্রয়োগের ক্ষেত্রে ডিজিটাল হবে এটাই স্বাভাবিক।

সেমিনারে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের সাবেক সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের মহাসচিব মো. নূরুল ইসলাম ছত্তার, ব্যারিস্টার ওলেরা আরফিন, জেলা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ, জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় সহসভাপতি আফজাল হোসেন খান প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন