কীর্তন শুনতে গিয়ে সব হারালো জেলে
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ০০:৫৫:৪২ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রান্না ঘরের চুলার আগুন থেকে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের জেলেপাড়ার তীর্থবাড়ি রাজ মুন্সীর ছেলে খগেন রাজ মুন্সীর বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম মিয়া জানান, হিন্দুদের ধর্মীয় কীর্তন শুনতে খগেন রাজ মুন্সী ও তার স্ত্রী পাশের মহল্লায় যায়। এসময় তাদের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তারা বাড়িতে এসে দেখে তাদের ঘরে আগুন লেগেছে।
স্থানীয়রা ফোনে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের হটলাইনে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে খগেন রাজ মুন্সীর ২লাখ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কীর্তন শুনতে গিয়ে সব হারালো জেলে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রান্না ঘরের চুলার আগুন থেকে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের জেলেপাড়ার তীর্থবাড়ি রাজ মুন্সীর ছেলে খগেন রাজ মুন্সীর বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম মিয়া জানান, হিন্দুদের ধর্মীয় কীর্তন শুনতে খগেন রাজ মুন্সী ও তার স্ত্রী পাশের মহল্লায় যায়। এসময় তাদের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তারা বাড়িতে এসে দেখে তাদের ঘরে আগুন লেগেছে।
স্থানীয়রা ফোনে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের হটলাইনে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে খগেন রাজ মুন্সীর ২লাখ টাকার ক্ষতি হয়েছে।