পানি চেয়েও সময়মতো পাইনি: মাহিয়া মাহি
অন্তঃসত্ত্বা বলার পরও পানি চেয়ে প্রায় এক ঘণ্টা পরে পেয়েছেন জানিয়ে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শনিবার রাতে জামিনে মুক্তি পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ফেরেশতা নামক একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মাহি জানান, গ্রেফতারের পর থেকে পুলিশ তাকে নানাভাবে নির্যাতন করেছে।অন্তঃসত্ত্বা বলার পরও পানি চেয়ে প্রায় একঘণ্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যরা তার সঙ্গে খুব মানবিক ব্যবহার করেছেন বলে জানান তিনি।
এ সময় মাহিয়া মাহি তার স্বামীর জমি সংক্রান্ত বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তবে ফেসবুক লাইভে দেড় কোটি টাকার বিষয়ে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।
গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে চিত্রনায়িকা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে লাইভ করার বিষয়টি তার উচিত হয়নি। তবে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই তিনি এমনটা করেছেন।’
সেই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, তার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, রকিব সরকার (মাহির স্বামী) দেশে আসলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হবে।’
আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহি বলেন, ‘আমি শুধু একজন ব্যক্তির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম) বিরুদ্ধে কথা বলেছি, পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে বলিনি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’
সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে হওয়া দুটি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান মাহি। সংবাদ সম্মেলনে তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
পানি চেয়েও সময়মতো পাইনি: মাহিয়া মাহি
গাজীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ০৩:৫৮:০৭ | অনলাইন সংস্করণ
অন্তঃসত্ত্বা বলার পরও পানি চেয়ে প্রায় এক ঘণ্টা পরে পেয়েছেন জানিয়ে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শনিবার রাতে জামিনে মুক্তি পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ফেরেশতা নামক একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মাহি জানান, গ্রেফতারের পর থেকে পুলিশ তাকে নানাভাবে নির্যাতন করেছে।অন্তঃসত্ত্বা বলার পরও পানি চেয়ে প্রায় একঘণ্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যরা তার সঙ্গে খুব মানবিক ব্যবহার করেছেন বলে জানান তিনি।
এ সময় মাহিয়া মাহি তার স্বামীর জমি সংক্রান্ত বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তবে ফেসবুক লাইভে দেড় কোটি টাকার বিষয়ে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।
গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে চিত্রনায়িকা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে লাইভ করার বিষয়টি তার উচিত হয়নি। তবে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই তিনি এমনটা করেছেন।’
সেই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, তার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, রকিব সরকার (মাহির স্বামী) দেশে আসলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হবে।’
আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহি বলেন, ‘আমি শুধু একজন ব্যক্তির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম) বিরুদ্ধে কথা বলেছি, পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে বলিনি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’
সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে হওয়া দুটি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান মাহি। সংবাদ সম্মেলনে তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023