দিনদুপুরে ব্যাংকের সিঁড়ির নিচ থেকে ১০ লাখ টাকা ছিনতাই

 ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
১৯ মার্চ ২০২৩, ০৬:৪০ পিএম  |  অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে ফেরার সময় মালেক নামের এক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার দুপুরে ভূঞাপুরের একটি ব্যাংকের নিচতলার সিঁড়িতে এ ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় আব্দুল মালেককে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আব্দুল মালেক ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।

জানা গেছে, মালেকের দুই ছেলে ইতালি প্রবাসী হওয়ার তার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠান। পরে সেই টাকা ব্যাংক থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে উত্তোলন করতে যান। ব্যাংক থেকে মালেক ১০ লাখ টাকা উত্তোলন করে নিচতলার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তার মুখে স্প্রে ও হাতে আঘাত করে টাকাগুলো ছিনতাই করে দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতকারীরা আগ থেকেই তাকে টার্গেট করেছে। তবে ব্যাংকের নিচে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ব্যাংকের নিচতলায় মার্কেটে লোকজনও ঘটনাটি বুঝতে পারেনি। 

আহত টাকার মালিক আব্দুল মালেক জানান, টাকা উঠানোর পর সিঁড়ি দিয়ে নামতেই ছয়জন দুষ্কৃতকারী ঘেরাও করে হাতে আঘাত করে। তারা দ্রুত টাকাগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যারা ছিনতাই করেছে তাদের কয়েকজনকে চিনতে পেরেছি।

ব্যাংকের ম্যানেজার লুৎফর রহমান জানান, মালেক ও তার স্ত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর কয়েক মিনিট পর ব্যাংক ত্যাগ করেন। এরপরই ব্যাংকের নিচের সিঁড়িতে ছিনতাইয়ের কবলে পড়েন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনো অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও টাকার মালিকের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন