সাত হাজার মণ লবণসহ ডুবে গেল ৫ ট্রলার, নিখোঁজ ১
jugantor
সাত হাজার মণ লবণসহ ডুবে গেল ৫ ট্রলার, নিখোঁজ ১

  আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি  

১৯ মার্চ ২০২৩, ১৮:৪৩:২১  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যাওয়ার পথে পাঁচটি ট্রলার ডুবে সাগরে তলিয়ে গেছে সাত হাজার মণ লবণ। ট্রলার ডুবে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার সকাল ৯টার দিকে সাগরে প্রচুর বাতাস থাকার কারণে উপজেলার গহিরা এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলারগুলো থেকে ২৪ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নেছার (২৭) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি বাঁশখালী উপজেলা নাগু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. মোরশেদ জানান, সাগরপথে পাঁচটি ট্রলারে জেলার বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী থেকে লবণ চট্টগামে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সকাল ৯টার দিকে ট্রলারগুলো ডুবে যায়। সাগরে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি।

এ বিষয়ে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোস্টগার্ড ও নৌপুলিশ ২৪ জন শ্রমিককে উদ্ধার করেছে। একজন নিখোঁজ রয়েছেন।

সাত হাজার মণ লবণসহ ডুবে গেল ৫ ট্রলার, নিখোঁজ ১

 আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 
১৯ মার্চ ২০২৩, ০৬:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যাওয়ার পথে পাঁচটি ট্রলার ডুবে সাগরে তলিয়ে গেছে সাত হাজার মণ লবণ। ট্রলার ডুবে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার সকাল ৯টার দিকে সাগরে প্রচুর বাতাস থাকার কারণে উপজেলার গহিরা এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলারগুলো থেকে ২৪ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নেছার (২৭) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি বাঁশখালী উপজেলা নাগু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. মোরশেদ জানান, সাগরপথে পাঁচটি ট্রলারে জেলার বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী থেকে লবণ চট্টগামে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সকাল ৯টার দিকে ট্রলারগুলো ডুবে যায়। সাগরে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি।

এ বিষয়ে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোস্টগার্ড ও নৌপুলিশ ২৪ জন শ্রমিককে উদ্ধার করেছে। একজন নিখোঁজ রয়েছেন। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন