নবাবগঞ্জে ৩ জনের কারাদণ্ড
ঢাকার নবাবগঞ্জে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির মাটি বিক্রি, মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের রোববার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
এর আগে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে কৃষিজমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রির দায়ে মো. জাকির হোসেন সেন্টুকে (৩৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি পাশের উপজেলা দোহারের জয়পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে মাদক সেবনের দায়ে উপজেলার মালিকান্দা গ্রামের মঙ্গল বরাতিকে তিন দিন ও একই অপরাধে রাজবংশীকে পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, কৃষিজমির মাটি বিক্রি, মাদক সেবন ও বিক্রির বিষয়ে কোনো ছাড় নেই। এসব বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নবাবগঞ্জে ৩ জনের কারাদণ্ড
ঢাকার নবাবগঞ্জে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির মাটি বিক্রি, মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের রোববার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
এর আগে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে কৃষিজমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রির দায়ে মো. জাকির হোসেন সেন্টুকে (৩৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি পাশের উপজেলা দোহারের জয়পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে মাদক সেবনের দায়ে উপজেলার মালিকান্দা গ্রামের মঙ্গল বরাতিকে তিন দিন ও একই অপরাধে রাজবংশীকে পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, কৃষিজমির মাটি বিক্রি, মাদক সেবন ও বিক্রির বিষয়ে কোনো ছাড় নেই। এসব বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।