দুর্ঘটনায় বেঁচে যাওয়া উজ্জ্বল যা বললেন
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ২১:০৭:২৫ | অনলাইন সংস্করণ
কারো হারিয়েছে সন্তান, কারো পিতা কেউবা পরিবারের একজনকে হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকেই ঢাকায় কর্মস্থলে যোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মাদারীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন উজ্জ্বল শিকদার।
উজ্জ্বল শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার কৌশরী গ্রামের আজিজ শিকদারের ছেলে। তিনি বলেন, আমি দুর্ঘটনার সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। স্থানীয়রা আমাকে যখন উদ্ধার করে তখন আমার সামনে দেখতে পাই আটজনের লাশ। তখন আমি বুঝতে পারি আমাদের বাসটি দুর্ঘটনায় পড়েছে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বা পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার নিচে পড়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১৪ জন নিহত হন। পরে স্থানীয় হাসপাতাল ও ঢাকায় নেওয়ার পথে মারা যান ৫ জন। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুর্ঘটনায় বেঁচে যাওয়া উজ্জ্বল যা বললেন
কারো হারিয়েছে সন্তান, কারো পিতা কেউবা পরিবারের একজনকে হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকেই ঢাকায় কর্মস্থলে যোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মাদারীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন উজ্জ্বল শিকদার।
উজ্জ্বল শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার কৌশরী গ্রামের আজিজ শিকদারের ছেলে। তিনি বলেন, আমি দুর্ঘটনার সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। স্থানীয়রা আমাকে যখন উদ্ধার করে তখন আমার সামনে দেখতে পাই আটজনের লাশ। তখন আমি বুঝতে পারি আমাদের বাসটি দুর্ঘটনায় পড়েছে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বা পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার নিচে পড়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১৪ জন নিহত হন। পরে স্থানীয় হাসপাতাল ও ঢাকায় নেওয়ার পথে মারা যান ৫ জন। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম।