পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট বিএনপি
jugantor
পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট বিএনপি

  সিলেট ব্যুরো  

১৯ মার্চ ২০২৩, ২২:৪৩:০৫  |  অনলাইন সংস্করণ

কাউন্সিলের এক বছরের মাথায় ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

তবে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা শুধু কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তি পেয়েছি, পুরো তালিকা পাইনি। তবে সিলেট থেকে ১৫১ সদস্যের তালিকা পাঠানো হয়েছিল।

এর আগে গত বছরের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হন। কাউন্সিলে এক হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন এক হাজার ৭২৬ জন।

পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট বিএনপি

 সিলেট ব্যুরো 
১৯ মার্চ ২০২৩, ১০:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ

কাউন্সিলের এক বছরের মাথায় ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

তবে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা শুধু কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তি পেয়েছি, পুরো তালিকা পাইনি। তবে সিলেট থেকে ১৫১ সদস্যের তালিকা পাঠানো হয়েছিল।

এর আগে গত বছরের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হন। কাউন্সিলে এক হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন এক হাজার ৭২৬ জন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন