দেশে ফিরে মাহিয়া মাহিকে নিয়ে গাড়ির শোরুম পরিদর্শন রাকিবের

 যুগান্তর প্রতিবেদন, গাজীপুর  
১৯ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম  |  অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার দেশে ফিরে স্ত্রীকে নিয়ে সনি রাজ গাড়ির শোরুম পরিদর্শন করেছেন। রোববার বিকালে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে অবস্থিত শোরুমে আসেন রাকিব সরকার। এ সময় তার সঙ্গে স্ত্রী মাহিয়া মাহি ছিলেন।

এর আগে রোববার সকাল ১০টার দিকে রাকিব সরকার সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিমানবন্দর থেকে রাকিব তাদের ঢাকার বাড়িতে যান। 

রাকিব সরকার বিকালে ভাওয়াল কলেজ এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান সনি রাজ কার শোরুম পরিদর্শন করেন। তবে, সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এর আগে ওমরা পালন শেষে শনিবার সকালে সৌদি আরব থেকে ঢাকায় আসেন মাহিয়া মাহি। তবে দেশে ফেরার পর বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেফতার করা হয় তাকে।

এরপর দুপুরে গাজীপুর আদালতে নিয়ে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকাল সাড়ে ৫টার দিকে মাহিয়া মাহির আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগার থেকে মুক্তি পান মাহিয়া মাহি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন