সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ, উদীচীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল
jugantor
সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ, উদীচীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল

  নড়াইল প্রতিনিধি  

১৯ মার্চ ২০২৩, ২২:৫৪:৩৬  |  অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন দফায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং আরেকটি নিক্ষেপ করেছে অনুষ্ঠানের শেষে গভীর রাতে ফাঁকা মঞ্চে। তবে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কেউ হতাহত হয়নি।

শনিবার রাতে কালিয়া উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ রোববারের (দ্বিতীয় দিনের) অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ রোববার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার ও রোববার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলার খাশিয়াল ইউপি চেয়ারম্যান ও উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা প্রত্যক্ষদর্শী বি এম বরকতউল্লাহ বলেন, শনিবার বিকাল ৫টা থেকে অনুষ্ঠান শুরু হয়। প্রথমবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে মঞ্চের পেছন দিকে ঘন বাঁশ বাগানের দিক থেকে দুষ্কৃতকারী একটি পেট্রলবোমা নিক্ষেপ করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছপালায় আগুন ধরে যায়। কিছু সময় বিরতির পর অনুষ্ঠানের শেষপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আরেকবার বাঁশ বাগানের অন্যদিক থেকে আবার মঞ্চের সামনে আরেকটি বোতল ছুড়ে মারা হয়। সেটি মঞ্চের সামনে ফাঁকা জায়গায় পড়ে বোতলটি বিস্ফোরিত না হলে ভেতরের তরল পেট্রলে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর রাত দেড়টার দিকে আবার জনশূন্য ফাঁকা মঞ্চে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে মঞ্চের কিছু অংশ এবং শামিয়ানা পুড়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ রোববারের অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে। যারা বাঙালি সংস্কৃতির বিরোধী, তারাই পরিকল্পিতভাবে তিন দফা অনুষ্ঠানে বোমা নিক্ষেপ করেছে। এর প্রতিবাদে উদীচীর শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুষ্ঠান পণ্ড করার জন্য কে বা কারা বোতলসদৃশ কিছু একটা অনুষ্ঠানে ছুড়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এ বিষয়ে তৎপর আছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুণ্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ, উদীচীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল

 নড়াইল প্রতিনিধি 
১৯ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম  |  অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন দফায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং আরেকটি নিক্ষেপ করেছে অনুষ্ঠানের শেষে গভীর রাতে ফাঁকা মঞ্চে। তবে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কেউ হতাহত হয়নি।

শনিবার রাতে কালিয়া উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ রোববারের (দ্বিতীয় দিনের) অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ রোববার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার ও রোববার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলার খাশিয়াল ইউপি চেয়ারম্যান ও উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা প্রত্যক্ষদর্শী বি এম বরকতউল্লাহ বলেন, শনিবার বিকাল ৫টা থেকে অনুষ্ঠান শুরু হয়। প্রথমবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে মঞ্চের পেছন দিকে ঘন বাঁশ বাগানের দিক থেকে দুষ্কৃতকারী একটি পেট্রলবোমা নিক্ষেপ করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছপালায় আগুন ধরে যায়। কিছু সময় বিরতির পর অনুষ্ঠানের শেষপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আরেকবার বাঁশ বাগানের অন্যদিক থেকে আবার মঞ্চের সামনে আরেকটি বোতল ছুড়ে মারা হয়। সেটি  মঞ্চের সামনে ফাঁকা জায়গায় পড়ে বোতলটি বিস্ফোরিত না হলে ভেতরের তরল পেট্রলে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর রাত দেড়টার দিকে আবার জনশূন্য ফাঁকা মঞ্চে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে মঞ্চের কিছু অংশ এবং শামিয়ানা পুড়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ রোববারের অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে। যারা বাঙালি সংস্কৃতির বিরোধী, তারাই পরিকল্পিতভাবে তিন দফা অনুষ্ঠানে বোমা নিক্ষেপ করেছে। এর প্রতিবাদে উদীচীর শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুষ্ঠান পণ্ড করার জন্য কে বা কারা বোতলসদৃশ কিছু একটা অনুষ্ঠানে ছুড়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এ বিষয়ে তৎপর আছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুণ্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন