‘এরশাদ দেশের জন্য যা করতে চেয়েছিলেন তা পূরণ করব’
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ২৩:০০:০৪ | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছাড়া এ দেশের গণমানুষের উন্নয়ন হবে না। রাস্তা-ঘাট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য যে সেক্টর আছে কোথাও উন্নয়ন হবে না। সেই লক্ষেই জিএম কাদের যুবসমাজকে যেভাবে কর্মমুখী করা যায় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাছাড়া জিএম কাদের একজন বিচক্ষণ ব্যক্তি। আমরা উনার নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের জন্য যা করতে চেয়েছিলেন তা পূরণ করব।
এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
জন্মদিন উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদার এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিপন মিয়া।
এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন খান শান্তু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আছমা আশরাফ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টির পৌর কমিটির সভাপতি ফারুক ইয়ার খান কাজল, মদন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুর নবী, কলমাকান্দা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি নুরুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সবুজ মিয়া, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা যুব সংহতির সভাপতি জুবায়ের আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘এরশাদ দেশের জন্য যা করতে চেয়েছিলেন তা পূরণ করব’
জাতীয় পার্টির নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছাড়া এ দেশের গণমানুষের উন্নয়ন হবে না। রাস্তা-ঘাট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য যে সেক্টর আছে কোথাও উন্নয়ন হবে না। সেই লক্ষেই জিএম কাদের যুবসমাজকে যেভাবে কর্মমুখী করা যায় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাছাড়া জিএম কাদের একজন বিচক্ষণ ব্যক্তি। আমরা উনার নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের জন্য যা করতে চেয়েছিলেন তা পূরণ করব।
এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
জন্মদিন উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদার এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিপন মিয়া।
এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন খান শান্তু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আছমা আশরাফ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টির পৌর কমিটির সভাপতি ফারুক ইয়ার খান কাজল, মদন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুর নবী, কলমাকান্দা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি নুরুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সবুজ মিয়া, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা যুব সংহতির সভাপতি জুবায়ের আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।