বাঁশখালীতে ঘর পাচ্ছে আরও ৮০ গৃহহীন পরিবার
jugantor
বাঁশখালীতে ঘর পাচ্ছে আরও ৮০ গৃহহীন পরিবার

  আবু বক্কর বাবুল, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি  

২১ মার্চ ২০২৩, ০৯:৩৮:০৩  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাথা গোঁজার ঠাই পাবে আরও ৮০টি পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভুমিহীনদের পুনর্বাসনের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের গৃহ হস্তান্তর করা হবে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেবেন। মাঠ পর্যায়ে গৃহহীনদের কাছে নতুন ঘরের প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হবে বলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের তিনি।

মুজিববর্ষ উপলক্ষ্যে বাঁশখালীতে গৃহহীনদের মধ্যে বিনামূল্যে ২ শতক জায়গাসহ ঘর প্রদানের উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় এবার বাঁশখালীর পৌরসদর পূর্ব জলদী, চাম্বল, খানখানাবাদ ও পুকুরিয়ায় ১৯৬টি নবনির্মিত ঘর হস্তান্তরের পর এবার নতুন করে ৮০টি ঘর প্রদান করা হবে।

গৃহ হস্তান্তর উপলক্ষ্যে বাঁশখালীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সোমবার দুপুরে মতবিনিময় সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় বাঁশখালী সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওমসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঁশখালীতে ঘর পাচ্ছে আরও ৮০ গৃহহীন পরিবার

 আবু বক্কর বাবুল, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 
২১ মার্চ ২০২৩, ০৯:৩৮ এএম  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাথা গোঁজার ঠাই পাবে আরও ৮০টি পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভুমিহীনদের পুনর্বাসনের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের গৃহ হস্তান্তর করা হবে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেবেন। মাঠ পর্যায়ে গৃহহীনদের কাছে নতুন ঘরের প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হবে বলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের তিনি।   

মুজিববর্ষ উপলক্ষ্যে বাঁশখালীতে গৃহহীনদের মধ্যে বিনামূল্যে ২ শতক জায়গাসহ ঘর প্রদানের উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় এবার বাঁশখালীর পৌরসদর পূর্ব জলদী, চাম্বল, খানখানাবাদ ও পুকুরিয়ায় ১৯৬টি নবনির্মিত ঘর হস্তান্তরের পর এবার নতুন করে ৮০টি ঘর প্রদান করা হবে।

গৃহ হস্তান্তর উপলক্ষ্যে বাঁশখালীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সোমবার দুপুরে মতবিনিময় সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় বাঁশখালী সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওমসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন