পুকুর থেকে ‘নুরা পাগলের’ লাশ উদ্ধার
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ২২:২৬:১৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ফতুল্লার উত্তর দেলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা (৭০) ফতুল্লার ৭২/২ উত্তর চাষাঢ়া এলাকার জনাব আলী বেপারীর ছেলে।
নিহতের ভাতিজা মাসুম রেজা লাশ শনাক্ত করে বলেন, নুরা পাগলা নামেই আমার চাচাকে সবাই চিনেন। তিনি জন্ম থেকেই পাগল ও মানসিক প্রতিবন্ধী। এক সপ্তাহ আগে নুরা পাগলা বাসা থেকে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। এখন সংবাদ পেয়ে লাশ শনাক্ত করেছি।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে নুরা পাগলা মারা গেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুকুর থেকে ‘নুরা পাগলের’ লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ফতুল্লার উত্তর দেলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা (৭০) ফতুল্লার ৭২/২ উত্তর চাষাঢ়া এলাকার জনাব আলী বেপারীর ছেলে।
নিহতের ভাতিজা মাসুম রেজা লাশ শনাক্ত করে বলেন, নুরা পাগলা নামেই আমার চাচাকে সবাই চিনেন। তিনি জন্ম থেকেই পাগল ও মানসিক প্রতিবন্ধী। এক সপ্তাহ আগে নুরা পাগলা বাসা থেকে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। এখন সংবাদ পেয়ে লাশ শনাক্ত করেছি।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে নুরা পাগলা মারা গেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।