শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ২২:৪৩:৩৮ | অনলাইন সংস্করণ
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে পিছিয়ে দেয়। দেশের জনগণ আর বিএনপি-জামায়াতের দুঃশাসন দেখতে চায় না। জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। চাঁদপুরে যত উন্নয়ন হয়েছে গত একশ বছরেও তা হয়নি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে নির্বাচনে নৌকায় ভোট দেবেন জনগণ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
মঙ্গলবার বিকালে চাঁদপুর শহরের মাদ্রাসা লঞ্চঘাট এলাকার উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশ এবং জাতি বিএনপি জামায়াতের দুর্বৃত্ত শাসন আর দেখতে চায় না। জননেত্রী শেখ হাসিনার ওপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
এতে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।
চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রাধাগোবিন্দ গোপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা যুব মহিলা লীগের সভানেত্রী প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সফিকুল ইসলামসহ আরও অনেকে।
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন।
এদিন শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে পিছিয়ে দেয়। দেশের জনগণ আর বিএনপি-জামায়াতের দুঃশাসন দেখতে চায় না। জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। চাঁদপুরে যত উন্নয়ন হয়েছে গত একশ বছরেও তা হয়নি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে নির্বাচনে নৌকায় ভোট দেবেন জনগণ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
মঙ্গলবার বিকালে চাঁদপুর শহরের মাদ্রাসা লঞ্চঘাট এলাকার উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশ এবং জাতি বিএনপি জামায়াতের দুর্বৃত্ত শাসন আর দেখতে চায় না। জননেত্রী শেখ হাসিনার ওপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
এতে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।
চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রাধাগোবিন্দ গোপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা যুব মহিলা লীগের সভানেত্রী প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সফিকুল ইসলামসহ আরও অনেকে।
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন।
এদিন শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।