নারায়ণগঞ্জে বিস্ফোরণে ধসে যাওয়া সেই ভবন ভাঙা হচ্ছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ২২:৪৫:২৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণে ধসে যাওয়া সেই দোতলা ভবনটি ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ভবন মালিককে। অন্যথায় চলতি সপ্তাহেই সেটি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ডিপিডিসি ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শনিবার সকালে নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরনো দোতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ৯ জন আহত হন। এরপর থেকে ওই ভবন সিলগালা করে দেয় ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ভবনটি অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ভবন মালিককে নোটিশ দেওয়া হবে। এ সময়ের মধ্যে অপসারণ করা না হলে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভবনটি ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। উপস্থিত প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে বলেছেন- ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারায়ণগঞ্জে বিস্ফোরণে ধসে যাওয়া সেই ভবন ভাঙা হচ্ছে
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণে ধসে যাওয়া সেই দোতলা ভবনটি ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ভবন মালিককে। অন্যথায় চলতি সপ্তাহেই সেটি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ডিপিডিসি ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শনিবার সকালে নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরনো দোতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ৯ জন আহত হন। এরপর থেকে ওই ভবন সিলগালা করে দেয় ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ভবনটি অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ভবন মালিককে নোটিশ দেওয়া হবে। এ সময়ের মধ্যে অপসারণ করা না হলে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভবনটি ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। উপস্থিত প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে বলেছেন- ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।