চাঁদপুরে বজ্রপাতে ট্রলার শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত নুরুল ইসলাম শেখ (৪৫) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই ট্রলারে করে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন।
তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় আসলে ডাকাতিয়া নদীতে প্রবেশের সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বজ্রপাতে তিনি ট্রলারে লুটিয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাঁদপুরে বজ্রপাতে ট্রলার শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত নুরুল ইসলাম শেখ (৪৫) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই ট্রলারে করে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন।
তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় আসলে ডাকাতিয়া নদীতে প্রবেশের সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বজ্রপাতে তিনি ট্রলারে লুটিয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।