চাঁদপুরে বজ্রপাতে ট্রলার শ্রমিকের মৃত্যু

 চাঁদপুর প্রতিনিধি 
২১ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম  |  অনলাইন সংস্করণ

চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 
বজ্রপাতে নিহত নুরুল ইসলাম শেখ (৪৫) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই ট্রলারে করে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। 

তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় আসলে ডাকাতিয়া নদীতে প্রবেশের সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
বজ্রপাতে তিনি ট্রলারে লুটিয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন