ইউপিএল বুকস চট্টগ্রামের যাত্রা শুরু
গত ১৮ মার্চ চট্টগ্রামে যাত্রা শুরু হলো ইউপিএল বুকসের। ইউপিএল বুকস চট্টগ্রাম নামের এ বিক্রয় কেন্দ্রটিতে সব বই প্রদর্শন করা হবে।
ইউপিএল বুকসের উদ্বোধন উপলক্ষ্যে ৩১ মার্চ পর্যন্ত ইউপিএলের সব বই ৩০ ভাগ ছাড়ে পাওয়া যাবে। এছাড়া অন্যান্য প্রকাশনীর বইও ২০ ভাগ ছাড়ে পাওয়া যাবে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশে গবেষণামূলক বইয়ের প্রকাশে গত ৪৮ বছর ধরে ইউপিএল বিশেষ ভূমিকা পালন করে আসছে।
ইতিহাস, মুক্তিযুদ্ধ, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও সৃজনশীল সাহিত্যে ইউপিএলের গ্রন্থগুলো মানের দিক দিয়ে গবেষক ও পাঠকের আস্থার শীর্ষবিন্দুতে রয়েছে।
শুধু সম্পাদনা ও মান নিয়ন্ত্রণই নয়, লেখক-অনুবাদক ও গবেষকদের স্বত্ব বুঝিয়ে দেওয়ার বেলাতেও ইউপিএল যে সংস্কৃতির সূচনা ঘটিয়েছিল, তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনো অপ্রতিদ্বন্দ্বী।
ইউপিএল বুকসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বিশিষ্টজনরা। আলোচকরা উদ্বোধনী অনুষ্ঠানে ইউপিএল বুকস চট্টগ্রামের জন্য শুভ কামনা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্য রাখেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজউদ্দৌলা, অধ্যাপক নিজাম আহমেদ, বিশিষ্ট অনুবাদক আলম খোরশেদ, এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন অধ্যাপক ডেভিড টেলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউপিএল বুকস চট্টগ্রামের যাত্রা শুরু
গত ১৮ মার্চ চট্টগ্রামে যাত্রা শুরু হলো ইউপিএল বুকসের। ইউপিএল বুকস চট্টগ্রাম নামের এ বিক্রয় কেন্দ্রটিতে সব বই প্রদর্শন করা হবে।
ইউপিএল বুকসের উদ্বোধন উপলক্ষ্যে ৩১ মার্চ পর্যন্ত ইউপিএলের সব বই ৩০ ভাগ ছাড়ে পাওয়া যাবে। এছাড়া অন্যান্য প্রকাশনীর বইও ২০ ভাগ ছাড়ে পাওয়া যাবে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশে গবেষণামূলক বইয়ের প্রকাশে গত ৪৮ বছর ধরে ইউপিএল বিশেষ ভূমিকা পালন করে আসছে।
ইতিহাস, মুক্তিযুদ্ধ, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও সৃজনশীল সাহিত্যে ইউপিএলের গ্রন্থগুলো মানের দিক দিয়ে গবেষক ও পাঠকের আস্থার শীর্ষবিন্দুতে রয়েছে।
শুধু সম্পাদনা ও মান নিয়ন্ত্রণই নয়, লেখক-অনুবাদক ও গবেষকদের স্বত্ব বুঝিয়ে দেওয়ার বেলাতেও ইউপিএল যে সংস্কৃতির সূচনা ঘটিয়েছিল, তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনো অপ্রতিদ্বন্দ্বী।
ইউপিএল বুকসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বিশিষ্টজনরা। আলোচকরা উদ্বোধনী অনুষ্ঠানে ইউপিএল বুকস চট্টগ্রামের জন্য শুভ কামনা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্য রাখেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজউদ্দৌলা, অধ্যাপক নিজাম আহমেদ, বিশিষ্ট অনুবাদক আলম খোরশেদ, এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন অধ্যাপক ডেভিড টেলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা প্রমুখ।