বাঁশখালীতে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ০০:২১:০৭ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী, হারুনবাজার ও চাঁদপুর বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, প্রধান সড়কের উপর দোকানের মালপত্র রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, হাতুড়ে চিকিৎসাসহ ২০টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার তিন ইউনিয়নের ২০ প্রতিষ্ঠানের ২০ জন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাঁশখালীতে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী, হারুনবাজার ও চাঁদপুর বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, প্রধান সড়কের উপর দোকানের মালপত্র রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, হাতুড়ে চিকিৎসাসহ ২০টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার তিন ইউনিয়নের ২০ প্রতিষ্ঠানের ২০ জন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।