রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী
jugantor
রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

  কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি  

২৪ মার্চ ২০২৩, ০৯:২০:১৯  |  অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ময়সের আকন্দ (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লিপি বেগম।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়সের আকন্দ উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি গ্রামের মৃত আফাজ উদ্দিন আকন্দের ছেলে। তার স্ত্রী আহত লিপি বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল বাস থেকে সল্লা বাসস্ট্যান্ডে নামেন ময়সের ও তার স্ত্রী লিপি বেগম। পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী ময়সের আকন্দ নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। তার স্ত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

 কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
২৪ মার্চ ২০২৩, ০৯:২০ এএম  |  অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ময়সের আকন্দ (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লিপি বেগম।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ময়সের আকন্দ উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি গ্রামের মৃত আফাজ উদ্দিন আকন্দের ছেলে। তার স্ত্রী আহত লিপি বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল বাস থেকে সল্লা বাসস্ট্যান্ডে নামেন ময়সের ও তার স্ত্রী লিপি বেগম। পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী ময়সের আকন্দ নিহত হন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। তার স্ত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন