পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
jugantor
পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

  যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  

২৪ মার্চ ২০২৩, ২৩:২১:২১  |  অনলাইন সংস্করণ

সোনারগাঁ উপজেলার পূর্ব বেহাকৈর কালিয়াভিটা এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই মৎস্যচাষি শুক্রবার সকালে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বেহাকৈর কালিয়াভিটা এলাকায় বসবাসরত মৎস্যচাষি সুমন প্রধান তার সাত বিঘার একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা ওই পুকুরে বিষ ঢেলে দেয়। এতে তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।

সুমন প্রধান জানান, এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওই ব্যক্তি তার পুকুরে বিষ ঢেলে দিতে পারেন বলে তিনি ধারণা করছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

 যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) 
২৪ মার্চ ২০২৩, ১১:২১ পিএম  |  অনলাইন সংস্করণ

সোনারগাঁ উপজেলার পূর্ব বেহাকৈর কালিয়াভিটা এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই মৎস্যচাষি শুক্রবার সকালে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বেহাকৈর কালিয়াভিটা এলাকায় বসবাসরত মৎস্যচাষি সুমন প্রধান তার সাত বিঘার একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা ওই পুকুরে বিষ ঢেলে দেয়।  এতে তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। 

সুমন প্রধান জানান, এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওই ব্যক্তি তার পুকুরে বিষ ঢেলে দিতে পারেন বলে তিনি ধারণা করছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন