রমজানের প্রথম দিনে ৭শ এতিমকে নিয়ে নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর ইফতার
দিনাজপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ২৩:২৭:২৩ | অনলাইন সংস্করণ
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরের বোচাগঞ্জে প্রায় সাতশ এতিমকে সঙ্গে নিয়ে ইফতার করেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এই ইফতার মাহফিলের আয়োজন করে।
বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন- বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বিভিন্ন এতিমখানার প্রধানসহ এতিমরা। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, সেই দেশে এতিমদের এতিমের মতো থাকার কোনো অবকাশ থাকে না। কারণ শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি এতিমদের মায়ের মমতা দিয়ে আগলে রেখেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রমজানের প্রথম দিনে ৭শ এতিমকে নিয়ে নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর ইফতার
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরের বোচাগঞ্জে প্রায় সাতশ এতিমকে সঙ্গে নিয়ে ইফতার করেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এই ইফতার মাহফিলের আয়োজন করে।
বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন- বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বিভিন্ন এতিমখানার প্রধানসহ এতিমরা। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, সেই দেশে এতিমদের এতিমের মতো থাকার কোনো অবকাশ থাকে না। কারণ শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি এতিমদের মায়ের মমতা দিয়ে আগলে রেখেছেন।