আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ২৩:৫১:২৯ | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আত্মগোপনে থাকা ওই আসামিকে গ্রেফতার করে।
আক্তার হোসেন পাহাড়তলী থানাধীন জোলাপাড়া এলাকার খাইরুল বশরের পুত্র।
পাহাড়তলী থানার অপারেশন অফিসার আশরাফুল বলেন, তার বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা পাহাড়তলী থানায় মুলতবি ছিল। এসব মামলায় পরোয়ানা জারি হওয়ার পর গ্রেফতার এড়াতে পাহাড়তলী থানাধীন নিজ বাসা ছেড়ে দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় আত্মগোপনে ছিলেন।
ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আসামি একটি মামলায় সাজাপ্রাপ্ত। আরও তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তাকে ছাতক হতে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আত্মগোপনে থাকা ওই আসামিকে গ্রেফতার করে।
আক্তার হোসেন পাহাড়তলী থানাধীন জোলাপাড়া এলাকার খাইরুল বশরের পুত্র।
পাহাড়তলী থানার অপারেশন অফিসার আশরাফুল বলেন, তার বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা পাহাড়তলী থানায় মুলতবি ছিল। এসব মামলায় পরোয়ানা জারি হওয়ার পর গ্রেফতার এড়াতে পাহাড়তলী থানাধীন নিজ বাসা ছেড়ে দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় আত্মগোপনে ছিলেন।
ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আসামি একটি মামলায় সাজাপ্রাপ্ত। আরও তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তাকে ছাতক হতে গ্রেফতার করা হয়েছে।