আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর...
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ২৩:৫৭:৫৮ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরের কমলনগরে আপত্তিকর অবস্থায় প্রেমিক- প্রেমিকাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজীপাড়া আল আরাফা দারুলউলুম দাখিল মাদ্রাসা সংলগ্ন কিশোরীর ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক কিশোর লক্ষ্মীপুর সদর থানাধীন সুতারগোপটা এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৫টার দিকে অটোরিকশায় হুট উঠিয়ে করইতলা বাজার থেকে পশ্চিম দিকে যাচ্ছিল ওই কিশোর-কিশোরী। এ সময় তাদের কার্যকলাপ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পিচু নেয় তারা। এ সময় অটোরিকশা থামিয়ে স্থানীয় হাজীপাড়া আল আরাফা দারুলউলুম দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি নির্জন বাড়িতে ঢুকে পড়লে সেখান থেকে স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। পরে নিকটেই কিশোরীর ভাইয়ের শ্বশুর বাড়ির পরিচয় দিলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে ওই বাড়িতে নিয়ে যায়।
কিশোরী বলেন, দুই মাস আগে ধানের কুড়া (ভুষি) কিনতে আসার সুবাদে কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। এর পর মোবাইলে কথা বলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার কিশোর তাকে বিয়ের কথা বলে বাড়ি থেকে বের করে আনে। দুপুর থেকে বিকাল পর্যন্ত দুজন অটোরিকশায় ঘুরাফেরা শেষে কিশোরীর ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এ সময় কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে কিশোর তাকে নির্জন একটি বাগানে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের দুজনকে আটক করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে চরলরেন্স গ্রামের আব্দুল হাসিম বলেন, কিশোর কিশোরীকে স্থানীয়রা আটক করার পর তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানান। পরে কিশোর বিয়ে করার সম্মতি জানান। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুজনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এখন তারা আইনি সিদ্ধান্ত নিবেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, এলাকাবাসীর হাতে আটক হওয়া প্রেমিকযুগল এখন থানায় আছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর...
লক্ষ্মীপুরের কমলনগরে আপত্তিকর অবস্থায় প্রেমিক- প্রেমিকাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজীপাড়া আল আরাফা দারুলউলুম দাখিল মাদ্রাসা সংলগ্ন কিশোরীর ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক কিশোর লক্ষ্মীপুর সদর থানাধীন সুতারগোপটা এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৫টার দিকে অটোরিকশায় হুট উঠিয়ে করইতলা বাজার থেকে পশ্চিম দিকে যাচ্ছিল ওই কিশোর-কিশোরী। এ সময় তাদের কার্যকলাপ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পিচু নেয় তারা। এ সময় অটোরিকশা থামিয়ে স্থানীয় হাজীপাড়া আল আরাফা দারুলউলুম দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি নির্জন বাড়িতে ঢুকে পড়লে সেখান থেকে স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। পরে নিকটেই কিশোরীর ভাইয়ের শ্বশুর বাড়ির পরিচয় দিলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে ওই বাড়িতে নিয়ে যায়।
কিশোরী বলেন, দুই মাস আগে ধানের কুড়া (ভুষি) কিনতে আসার সুবাদে কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। এর পর মোবাইলে কথা বলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার কিশোর তাকে বিয়ের কথা বলে বাড়ি থেকে বের করে আনে। দুপুর থেকে বিকাল পর্যন্ত দুজন অটোরিকশায় ঘুরাফেরা শেষে কিশোরীর ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এ সময় কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে কিশোর তাকে নির্জন একটি বাগানে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের দুজনকে আটক করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে চরলরেন্স গ্রামের আব্দুল হাসিম বলেন, কিশোর কিশোরীকে স্থানীয়রা আটক করার পর তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানান। পরে কিশোর বিয়ে করার সম্মতি জানান। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুজনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এখন তারা আইনি সিদ্ধান্ত নিবেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, এলাকাবাসীর হাতে আটক হওয়া প্রেমিকযুগল এখন থানায় আছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।